সৈয়দপুরে শিক্ষিকার বাসায় দূর্ধর্ষ চুরি,গৃহকর্মীর বুদ্ধিমত্তায় ধরা পড়ল এক চোর

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর শহরে দিনেদুপুরে এক শিক্ষিকার বাসায় দূর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাসার গৃহকর্মীর বৃদ্ধিমত্তায় এক চোর ধরা পড়েছে। চোরের দল বাসার আলমিরা ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।  শনিবার বিকেলে শহরের নতুন বাবুপাড়ার বি-জামান সড়কের বাসিন্দা শিক্ষিকা রওনক জাহানের বাসায় ওই চুরি ঘটনা ঘটে।
জানা গেছে, উল্লিখিত এলাকার বাসিন্দা শহরের সাবর্ডিনেট কলোনী সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওনক জাহান। প্রতিদিনের মতো  শনিবারও সকালে তিনি যথারীতি বাসা তালাবদ্ধ করে  বিদ্যালয়ে যান। এই সুযোগে চোরের দল তাঁর বাসার প্রধান ফটকের কলাপসিবল গেটের ও ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে। এরপর চোরের দল বাসার ঘরের স্টীল, অটবি ও কাঠের  ৪টি আলমিরা ও অয়্যারড্রপের লক ভেঙ্গে জিনিসপত্র তছনছ করে এবং আলমিরায় থাকা নগদ ৭০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ সময় রানা (২৫) নামে এক চোর ঘরের ভিতরে বসে কাপড়-চোপড়ের পোটলা বাধঁছিল। হঠাৎ সে সময় গৃহকর্মী লিলি (৩৫) বাড়ির ভিতরে ঢুকে চোরকে দেখতে পেয়ে চুপিসারে ঘরের দরজায় তালা দিয়ে বাহিরে বের হয়ে এসে চিৎকার করতে থাকে। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুঁটে এসে চোরকে হাতেনাতে ধরে ফেলে উত্তম-মধ্যম দিয়ে পুলিয়ে সোপর্দ করে। আটক রানা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ধুপিপাড়ার আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় বাড়ির মালিক রওনক জাহান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা জানান, ধৃত চোর রানা তাঁর সঙ্গীয়দের নাম পরিচয় দিয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6232185982896459361

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item