পাগলাপীরে আদদ্বীন একাডেমীর প্রথম শ্রেণীর ছাত্র ইসা আমিন আর নেই

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ রংপুরের পাগলাপীরের ঐতিহ্যবাহী আদ্দ্বীন একাডেমী পাগলাপীর এর প্রথম শ্রেণীর লোটাস শাখার ছাত্র সদর উপজেলার খলেয়া ইউনিয়নের দক্ষিণ খলেয়া নুনীটারী গ্রাম নির্বাসী মোঃ হাফিজুল ইসলাম এর পুত্র ইসা আমিন আর নেই। সে নিওমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গত রবিবার রাত ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না.......রাজেউন), তার বয়স হয়েছিল ৫ বৎসর। সে মৃত্যুকালে পিতা হাফিজুল ইসলাম মাতা লিপি বেগম ১ ভাই হায়াৎ, ও দাদা দাদা, নানা- নানী, চাচা- চাচী, মামা- মামী, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছে। পরদিন গতকাল সোমবার সকাল ১১টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানাযার নামাযে বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মহল আত্মীয় স্বজন সহ সর্বস্তরের ধর্মপ্রান মুসল্লীগণ অংশগ্রহন করেছেন। এদিকে তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাগলাপীর আদ্দ্বীন একাডেমীর সকল শিক্ষক শিক্ষার্থী ও পরিচালকবৃন্দ। যৌথ এক শোকবার্তায় শিক্ষক শিক্ষার্থী পরিচালকবৃন্দ মরহুমের আত্মার রুহের মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক প্রকাশকারীরা হলেন, অধ্যক্ষ মোঃ আব্দুল গণি, এডমিন মোঃ শহিদুল ইসলাম, কো-অর্ডিনেটর ও পরিচালক আসাফউদ্দৌলা লিপ্টন, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার শাহ মোঃ মঞ্জুম আলী, পরিচালক ও সাবেক অধ্যক্ষ মোঃ আঃ বাতেন, পরিচালক হারুন অর রশিদ ফুলবাবু, হাবিবুর রহমান, মুশফিকুর রহমান, মাওলানা আঃ ছাত্তার, মাওলানা মোকলেছার রহমান, খোরশেদ আলম খোকা ও মাওলানা আব্দুল আউয়াল সহ সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। অপর এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিমসহ সকল নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

রংপুর 3760771423412507668

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item