পীরগঞ্জে বাড়ীতে আগুন লাগিয়ে ছাত্রী অপহরনের চেষ্টা, মামলা

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
পীরগঞ্জে বাড়ীতে আগুন লাগিয়ে দিয়ে বখাটে যুবক সজিব মিয়া ১০ম শ্রেনীর এক ছাত্রীকে আবারো অপহরনের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এর আগেও বখাটে ওই ছাত্রীকে অপহরন করেছিল। গত মঙ্গলবার রাতে ওই ছাত্রীর নানা থানায় মামলাটি করেছেন। বখাটের বারংবার এমন ঘটনায় আতংকিত ছাত্রীর পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
মামলা ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার মদনখালী ইউনিয়নের মদনখালী গ্রামে নানার বাড়ীতে থেকে খেতাবেরপাড়া পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে পড়ছে এক ছাত্রী। বেশকিছু দিন ধরে ওই ছাত্রীকে খেতাবেরপাড়া গ্রামের দুলা মিয়ার ছেলে সজিব মিয়া (২০) প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে। এতে ছাত্রীর অভিযোগের ফলে গ্রামে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠকে ওই বখাটে তার দোষ স্বীকার করায় তাকে সামাজিক শাস্তি দেয়া হয়। তারপর ওই বখাটে ও তার সাঙ্গপাঙ্গরা আরও বেপরোয়া হয়ে ওই ছাত্র কে গত বছরের ২৬ ডিসেম্বর অপহরন করে। অপহরনের ১১ দিন পর গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধারের পরতাকে ঢাকায় রেখে পড়ানোর ব্যবস্থা করা হয়। সম্প্রতি সে নানার বাড়ীতে আসে। ওই ছাত্রী গত ২১ ফেব্রুয়ারী বিদ্যালয়ে শহীদ দিবসের অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে বখাটে সজিব অঅবারো তার পথরোধ করে শ্লীলতাহানি করে এবং ঘটনাটি প্রকাশ করলে ছাত্রীর নানারবাড়ী আগুনে জ¦ালিয়ে দেয়ারও হুমকি দেয়। ওইদিন রাতেই ছাত্রীর নানার বাড়ীর খড়ের গাদায় (পলের পুঞ্জ) আগুন লাগলে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ও কয়েকগ্রামের মানুষ আগুন নিয়ন্ত্রনে আনে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওই ঘটনায় ছাত্রীর নানা ফজলুল হক বাদী হয়ে বখাটেকে প্রধান আসামী করে থানায় মামলা করেছেন। তিনি বলেন, সজিব আমার বাড়ীতে আগুন লাগিয়ে দিয়ে আমার নাতনীকে অপহরন করার হুমকি দিয়েছিল। আমরা ওই বখাটের কারণে আতংকিত হয়ে দিনাতিপাত করছি। ওসি সরেস চন্দ্র জানান, মামলার পর বখাটে যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই বখাটে তার সাঙ্গপাঙ্গদের সহযোগিতায় আবারো ছাত্রীটিকে অপহরন ও আগুন লাগানোর জন্য মোবাইলে পরিকল্পনা করেছে। রেকর্ডগুলো পুলিশের সংগ্রহে রয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 589718244281332554

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item