গঙ্গাচড়ায় বউ শাশুরী মেলা অনুষ্ঠিত

শফিয়ার কাজল,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আয়োজনে এবং ল্যাম্ব-বর্ন টাইম প্রকল্পের সহযোগীতায় ধামুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গতকাল দিন ব্যাপী সচেতনতা মূলক বউ শাশুরী মেলা আয়োজন করা হয়। উক্ত মেলার মূল উদ্দেশ্য হলো প্রিটার্ম বার্থ বন্ধ করা, জেন্ডার সমতা স্বামীদের সংসারীক কাজে অংশগ্রহণ বাড়ানো। শাশুরীরা যেনো তাদের বউদের সাথে ভাল ব্যবহার করে তাদেরকে নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চেকাপ এর জন্য আসে এবং একজন বউ যখন গর্ভবতী হয় তখণ সার্বক্ষনিক তার প্রতিটি কাজে সহযোগীতা ও যতœ নেয়া। মেলায় স্বর্ণ পদক প্রাপ্ত গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ মোঃ গওসুল আজীম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল ইসলাম। মেলায় বক্তব্য রাখেন ধামুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান, ধামুর পূর্ব পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মহিমা রঞ্জন রায়। বক্তব্য রাখেন ল্যাম্ব বর্ন অন টাইম প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর শাহানা ইয়াসমিন। মেলা পরিচালনা করেন এফসি কৃষ্ণ চন্দ্র রায়, দেলোয়ারা খাতুন, শফিকুল ইসলাম, কামরুজ্জামান। মেলায় ইউনিয়ন ডিজিট্যাল সেন্টার স্বাস্থ্য বিভাগ, পরিবার ও পরিকল্পনা বিভাগ, বর্ন অন টাইম প্রকল্প, প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্রের স্টল দেয়া হয়। এছাড়া সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় বউ-শাশুরী, কিশোর-কিশোরী ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে কুইজ ও ক্রিড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতা শেষে অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

পুরোনো সংবাদ

রংপুর 3806565644370037380

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item