নীলফামারী জেলায় বৃষ্টি, দুর্ভোগে জনজীবন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥ ফাগুনের হাওয়ায় উত্তরের নীলফামারী সহ পার্শ্ববর্তী এলাকায় বুধবার সকাল হতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে বজ্রসহ ঝুম বৃষ্টি নেমেছে। বৃষ্টিতে জনজীবনে অচলাবস্থা দেখা দিয়েছে। এতে শীত মৌসুমের বিদায় লগ্নে এমন বৃষ্টি নতুন ভাবে শীত নামিয়ে দিয়েছে। পাশাপাশি খেটে খাওয়া মানুষ পড়ে বেকায়দায়।
কাকডাকা ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল ৮টার দিকে শুরু হয় গুড়ি গুড়ি থেকে মুষলধারে বৃষ্টি। কৃষি বিভাগ বলছে অপ্রত্যাশিত এমন বৃষ্টি কৃষিতে আর্শিবাদ হয়ে এসেছে। বিশেণ করে বোরো ধানের বড়ই উপকার বয়ে এনেছে।
এদিকে বৃষ্টির কারনে বিশেষ করে রিকশা-ভ্যানচালক আর খেটে খাওয়া মানুষের আয় কমে গেছে। এ ছাড়া  জেলা শহরে বিদ্যুতের বিভ্রাট দেখা দেয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ১০-১৫ মিনিট পরপর বিদ্যুৎ আসা-যাওয়া করতে দেখা যায়। স্থানীয় বিদ্যুৎ বিভাগ বলছে বৃষ্টি ও বাতাসের কারনে শর্ট সার্কিট  বিভিন্ন বিদ্যুতের খুঁটিতেও সমস্যা দেখা দেয়। এজন্য বিভিন্ন এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। সকাল থেকে বিভিন্ন এলাকায় লাইনম্যান ও প্রকৌশলীরা ছোটাছুটি সমস্যা নিরশন করে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5155936690904442435

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item