ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে বাম্পার ফলনের সম্ভাবনা।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বিএডিসি’র ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে চলতি মৌসূমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অনুকুলে থাকলে উৎপাদন লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের বিএডিসি’র ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে এবারে ২৫২ একর জমিতে ১৬০০.৪৬মেট্রিক টন বীজ আলু উৎপাদনের লক্ষ্য মাত্রা নিয়ে মোট ৫টি জাতের আলু চাষ করা হয়। জাত ভিত্তিক আলুর আলাদা প্লট তৈরী করে নিবির পরিচর্যার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ রাত দিন পরিশ্রম করে যাচ্ছে।  গ্রনোলা, ডায়মন্ড, কার্ডিনাল, ষ্টারিক ও ক্যারেজ মিলে পাঁচটি জাতের আলু এখানে রোপন করা হয়েছে। এর মধ্যে প্লান্টলেট মিনি টিউবার ৮.৫ একর। মিনি টিউবার থেকে প্রাক ভিত্তিবীজ ৬৮.২৭একর। প্রাক ভীত্তি থেকে ভিত্তি বীজ ১৬৮.৩৬একর এবং ট্রায়াল ৭.৫৫ একর জমিতে আলু চাষ করা হয়। এবিষয়ে ডোমার বিএডিসির উপ-পরিচালক এনামুল হক প্রতিবেদককে জানান, চলতি মৌসূমে আবহাওয়া অনুকুলে থাকায় রোপনকৃত আলুতে ছত্রাকবাহী তেমন কোন রোগ আক্রমন করতে পারেনি। তা ছাড়াও কর্মকর্তাদের নিবির পরিচর্যা ও কর্মদক্ষতার কারনে এবারের আলু উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, এই খামারের বীজ আলু সরকার কর্তক যথাযথ মান নিয়ন্ত্রিত হওয়ায় বিভিন্ন সরকারী প্রকল্প ছাড়াও দেশের বিভিন্ন জেলায় এর ব্যাপক চাহিদা রয়েছে। এই খামারে আলুর পাশাপাশি, বীজ উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রায় ২০ একর জমিতে গম চাষ করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8024059554150659452

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item