পঞ্চগড় জেলা পরিষদ উপ নির্বাচনে বিজয়ী আনোয়ার সাদাত সম্রাট

মোঃ তোফাজ্জল হোসেন তোতা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা পরিষদ এর উপ নির্বাচন(২০১৯) আজ ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত ১৫ টি কেন্দ্রের ৩০টি বুথ এ নির্বাচন সম্পন্ন করেছে রির্টানিং অফিসার।এই নির্বাচনে ফলাফল অনুযায়ী মোটর সাইকেল প্রতীকে ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার সাদাত সম্রাট। আওয়ামীলীগ এর প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা কৃষকলীগ নেতা আপেল মাহমুদ পেয়েছেন ২২৯ ভোট। অন্যান্য প্রতীক এমরান আল আমিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ ভোট, এছাড়াও আনারস প্রতীকে ভোট পড়েছে ১টি, আর টেবিল ফ্যান র্মাকার প্রার্থী কোনো ভোট পায়নি।
আনোয়ার সাদাত সম্রাট এর রয়েছে বর্নাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। ৭৫ পরবর্তি সময়ে তার বাবা মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম পঞ্চগড়ে আওয়ামীলীগের হাল ধরেছিলেন, আওয়ামীলীগের দূঃসময়ে ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক। নুরুল ইসলামের মৃত্যুর পর প্রথমে বিপুল ভোটের ব্যবধানে পঞ্চগড় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তারপর পঞ্চগড় সদর উপজেলা চেয়াররম্যান, বর্তমান জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হিসেবে নেতাকর্মীদের আস্থা কুড়িয়েছেন তিনি। ছাএজীবনে পঞ্চগড় জেলা ছাএলীগের সহ সভাপতি ছিলেন যখন আওয়ামীলীগ বিরোধী দলে।

রাজনীতি ছাড়াও পঞ্চগড়ের তরুনদের কাছে জনপ্রিয় একটি নাম আনোয়ার সাদাত সম্রাট। পঞ্চগড় চেম্বার অব কমার্স, চাউল কল মালিক সমিতি ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠনে তার পদচারণা রয়েছে।

গত ৯ জানুয়ারি পঞ্চগড়  জেলা পরিষদ চেয়ারম্যান আমাল্লাহ বাচ্চুর মৃত্যুর পর উপনির্বাচন এর তফশীল ঘোষনা করে নির্বাচন কমিশন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5012109287898908604

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item