পঞ্চগড়ে একাডেমিক ভবন ও বিদ্যুৎ লাইনের উদ্বোধন

সাইদুজ্জামান রেজা ,পঞ্চগড়

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নে মন্ডল পাড়া, হাকিমপুর, গুয়াবাড়ি,ডাঙ্গাপাড়া সহ ৭ টি গ্রামে  ১ কোটি  ২০ লক্ষ ১২ হাজার টাকা ব্যয় এ  ৩৫৩ টি পরিবারে  বিদ্যুৎ সংযোগ ও আটোয়ারী উপজেলার ধামোর গাছবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমীক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিরনই হাট ইউনিয়ন পরিষদ চত্তরে  বিদ্যুৎ সংযোগ ও দুপুরে ধামোর  গাছবাড়ি  উচ্চ  বিদ্যালয়ের ৪ তলা একাডেমীক ভবনের  উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য  মজাহারুল হক প্রধান।

 বিদ্যুৎ সংযোগ উপলক্ষে তিরনই হাট  ইউনিয়ন পরিষদ চত্তরে এক  আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য  মজাহারুল হক প্রধান  ।

এ সময়  পঞ্চগড় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজি এম দুলাল  হোসেন , তেতুঁলিয়া থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম  তেতুঁলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি , বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলি মন্ডল , সাধারন সম্পাদক কাজী  মাহমুদুর রহমান ডাবলু ,জেলা কৃষকলীগের সভাপতি, তাজিরুল ইসলাম তাজু, পরিচালক তেতুঁলিয়া ,পঞ্চগড় (ঠাকুরগাঁও পল্লি বিদ্যুৎ সমিতি ) কামরুজ্জামান মামুন, তিরনই হাট ইউনিয়ন আ' লীগের  সভাপতি   প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে  দুপুরে  আটোয়ারী উপজেলার ধামোর গাছবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমীক ভবনের  উদ্বোধন করেন। ধামোর গাছবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  জালাল   উদ্দিনের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, এমপি মজাহারুল হক প্রধান ।

এ সময়  আটোয়ারি উপজেলা পরিষদ চেয়ারম্যান, আব্দুর রহমান আবদার,  পঞ্চগড় জেলা শিক্ষা প্রকৌশলী মেনহাজুল হক,  ধামোর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল , অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর  সাত্তার,  ধামোর  ইউনিয়ন আ' লীগের  সভাপতি,  প্রমূখ  উপস্থিত ছিলেন।

দিনের শেষে এমপি মজাহারুল হক প্রধান  পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নে পৃথক দুটি স্থানে  প্রধান পাড়া ও খালপাড়া সহ ৫ টি গ্রামে ১ কোটি ৮৩ লক্ষ  ২৪  হাজার টাকা ব্যয় এ   ৩ শ ৭৭ টি পরিবারে বিদ্যুৎ  সঞ্চালনের উদ্ধোধন করবেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6668162494637484844

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item