তেঁতুলিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মুহম্মদ তরিকুল ইসলাম-সারাদেশের ন্যায় পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলাতেও ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জািতক মাতৃভাষা দিবস যথােযাগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপেজলা প্রশাসেনর আয়োজেনে কর্মসুিচর মধ্যে রাত ১২:০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদেয়র সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশািসত শিক্ষা প্রতিষ্ঠান ও ভবন সমুেহ অর্ধনিমতভাবে জাতীয় পতাকা উত্েতালন, কালো ব্যাচ ধারন, প্রভাতফেরী, প্রাথিমক ও মাধ্যিমক বিদ্যালেয়র শিক্ষার্থীদের বাংলা হাতের লিখা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আবৃতি প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃিতক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, কোরআন খািন ও মিলাদ মাহিফল এবং ভাষা শহীদেদর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত  ছিল উল্লেখ্যযোগ্য।
উপেজলা প্রশাসনের আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস, উপেজলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহমুদুর রহমান ডাবলু, উপেজলা আওয়ামীলীগ সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীরমুক্তিযোদ্ধা মুজিবর রহমানসহ বিভন্ন রাজৈনিতক দলনেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকই অংশ গ্রহন করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে পুস্পস্তবক অর্পণ, প্রভাতফেরী ও আলোচনা সভার মাধ্যেম যথােযাগ্য মর্যাদায় দিবসটি পালন করেছেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4345412148049014727

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item