লালমনিরহাটে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

মাহমুদুল ইসলাম লাম, লালমনিরহাটঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বকুল মিয়া (৩৮) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বকুল আদিতমারী  উপজেলার তালুক পলাশী গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মাস্টারের ছেলে।

 কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার মণ্ডল জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার ভোটমারী এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা বকুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের বড় চালান উদ্ধারে তাকে সঙ্গে নিয়ে  শ্রীখাতা এলাকার ভুট্টুর ইট ভাটায় অভিযান চালায় পুলিশ।
এ সময় বকুলের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে বকুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে বকুলের দুই পায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে দুইটি হাসুয়া ও লাঠি উদ্ধার করে পুলিশ। মাদক বিক্রেতাদের হামলায় আহত হন উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর আলম। তাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার (ওসি) মকবুল হোসেন বলেন, মাদক বিক্রেতা বকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। 

পুরোনো সংবাদ

লালমনিরহাট 7575625626136138363

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item