কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা বিষয়ক কাব্যগ্রন্থ ‘রক্তে ভেজা মাটি ও স্বাধীনতা’ এর মোড়ক উন্মোচন

আশিকুর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা বিষয়ক কাব্যগ্রন্থ ‘রক্তে ভেজা মাটি ও স্বাধীনতা’ এর মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আলোচনা সভা ও কবিতা আবৃতির আয়োজন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেট এর ৩য় তলায় সাপ্তাহিক ধরলার দেশ পত্রিকা অফিসে ‘রক্তে ভেজা মাটি ও স্বাধীনতা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন শহীদ অধ্যাপক আঃ ওয়াহাবের সহধর্মিনী মেশরুন নাহার তালুকদার। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (বীর প্রতীক), রংপুর প্রজন্ম ৭১’ এর সভাপতি দেবদাস ঘোস দেবু, রংপুর বিভাগীয় লেখক পরিষদ কুড়িগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ হেল বাকী তালুকদার ডাবলু, জেলা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম প্রমূখ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানটির আহ্বায়ক বিশিষ্ট কবি সাহিত্যিক ও নাট্যকার হেলাল জাহাঙ্গীর। অনুষ্ঠানটির আয়োজন করেন রংপুর বিভাগীয় লেখক পরিষদ কুড়িগ্রাম। সহযোগিতায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও জেলা সাংবাদিক ইউনিয়ন কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার ফাঁকে ফাঁকে নবীণ ও প্রবীণ কবিদের কবিতা পাঠ, পুরো অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 2255895170628136452

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item