কুড়িগ্রাম চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাইড বইয়ের বিনিময়ে ১৩টি টেবিল

আশিকুর রহমান, কুড়িগ্রামঃ
চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রকাশনী সংস্থার গাইড বই কোমলমতি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়ে উপঢৌকন হিসেবে ১৩টি টেবিল নিলেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। ইন্টারনেট প্রকাশনীর ইন্টারনেট গাইড বই শিক্ষার্থীদের কিনতে বাধ্য করায় অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা ভিতরবন্দ ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানে ৭জন এবং ডেপুটেশনের ৬ জন সহ মোট ১৩ জন শিক্ষকের জন্য ১৩টি টেবিল পুস্তক প্রকাশনী সংস্থা ইন্টারনেট এর প্রতিনিধির কাছ থেকে প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও ম্যানেজিং কমিটির সভাপতি সমশের আলী যোগসাজসিক ভাবে নিয়েছেন। স্থানীয়রা দাবি করেন ইতিপূর্বের পরীক্ষাগুলোতে এই প্রতিষ্ঠানের ফলাফল ভালো ছিল। কিন্তু এবার ওই ফলাফল থাকছে না। অভিযোগ পাওয়া গেছে, ২য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সবাই ইন্টারনেট গাইড বই কিনতেছে। কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষক, স্যার ও ম্যাডামরা আমাদেরকে ইন্টারনেট গাইড কিনতে বলেছেন। গত ১৫ জানুয়ারী ডিপিও স্বপন কুমার চৌধুরী আকস্মিক বিদ্যালয়টিতে গিয়ে শিক্ষকদের খোস গল্প করতে দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উপস্থিত এক যুবক সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। এক সঙ্গে ১৩টি নতুন টেবিল কোন বরাদ্দ থেকে কেনা হয়েছে জানতে চাইলে প্রধান শিক্ষক কোন উত্তর দেননি।  তিনি বলেন আমি অসুস্থ্য এগুলো লেখালেখি করবেন না। ম্যানেজিং কমিটির সভাপতি সমশের আলীর কাছে উপঢৌকনের টেবিলগুলো কত তারিখ নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন- টেবিলগুলোর বিষয় আমি জানি না। তিনিও সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চৌধুরীকে জানানো হলে তিনি বলেন, গাইড বই কেনার অভিযোগ আমি পাইনি। কোনো বিদ্যালয় যদি গাইড বই শিক্ষার্থীদের মাঝে চাপিয়ে দেয়ার চেষ্টা করে তার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5643631341768708416

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item