কিশোরগঞ্জে এক কৃষকের ৪০ শতাংশ জমির তামাক ক্ষেত কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

মো: শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতাঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি  ইউনিয়নের ধাইজান পাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আশেক আলী পেনকাটুর   ৪০ শতাংশ জমির তামাক ক্ষেত শত্রতা বসত  সমুলে কেটে দিয়েছে দুবৃর্ত্তরা।  ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১২ টার দিকে ।এতে ওই কৃষকের প্রায় ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

জানা গেছে আশেক আলী কিশোরগঞ্জ মৌজায় ৪০ শতাংশ জমিতে তামাক চাষাবাদ করেন। আর মাত্র ২০ দিন পর ওই তামাক ক্ষেত থেকে কেটে ঘর করার কথা কিন্তু পূর্ব শক্রতা বসত রোববার রাতে সমুলে তামাক ক্ষেতটি কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। এঘটনায় কৃষক আশেক আলী সোমবার থানায় দুজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। উল্লেখিত ব্যক্তিরা হলো সিটরাজীব দুন্দিপাড়া গ্রামের ছপিয়ার রহমান ও তার স্ত্রী তহমিনা বেগম।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ হারুন অর রশিদ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যব¯া’ নেয়া হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 9071673450170232728

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item