নীলফামারীতে বজ্রবৃস্টি॥ কৃষক নিহত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৮ ফেব্রুয়ারি॥ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের কারণে গতকাল বুধবারের (২৭ ফেব্রুয়ারী) ন্যায় আজ বৃহস্পতিবারেও (২৮ ফেব্রুয়ারী) নীলফামারীতে থেমে থেমে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি অব্যাহত ছিল। এ ছাড়া বজ্রপাতে আফছার আলী (৬০) নামের এক কৃষক নিহত হয়েছে। নিহত কৃষক জেলার কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী চওড়া পাড়া গ্রামে মৃত. ভুলু মামুদের ছেলে।
এক অদ্ভুত আবহাওয়ায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় দমকা হাওয়া ও বজ্রবৃস্টি। আবার কিছুক্ষন পর মেঘ কেটে সুর্য্য দেখা যায়। আবার হঠাৎ করেই আবার চারিদিকে অন্ধকার নেমে এসে শুরু হয় বজ্রবৃস্টি। ফালগুনে এমন বৈরী আবাহাওয়া বিরাজ করছে জেলা জুড়েই।
মাগুড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাব জানান বুধবার সন্ধার দিকে এলাকায় বজ্রবৃস্টি হচ্ছিল। কৃষক আফছার আলী বাড়ির বারান্দায় বসে তামাকের আটি বাধার কাজ করছিল। এমন সময় প্রচন্ডাবে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে তিনি নিহত হন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) আব্দুল হাই সরকার জানান, সরকারি নিয়ম অনুযায়ী বজ্রপাতে নিহত ওই কৃষকের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে।#

পুরোনো সংবাদ

নীলফামারী 231921516804774511

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item