জলঢাকায় অধ্যক্ষ মোফাজ্জল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় সোমবার সকালে জলঢাকা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হক  অবসরে যাওয়ায় কলেজের পক্ষ থেকে  বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কলেজ হলরুমে অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিকুরুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অধ্যাপক আইজুল ইসলাম, অধ্যাপক নুর মোহাম্মদ, অধ্যাপক আকবর আলী, অধ্যাপক লুৎফর কবির, সহকারী অধ্যাপক ময়নুল হক, সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, প্রভাষক গজেন্দ্র নাথ রায়, প্রভাষক হারুন-অর রশীদ ও প্রভাষক রাধারানী রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক হারুন-অর রশীদ জুয়েল।
উল্লেখ্য মোফাজ্জল হক  ১৯৮৩ সালে কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রী কলেজে পদার্থবিদ্যার প্রভাষক হিসেবে চাকুরীজীবন শুরু করেন। পরে তিনি একই বছরে ১৯৮৩ সালের ২৪ আগস্ট জলঢাকা কলেজে যোগদান করে অদ্যাবধি সুনামের সাথে চাকুরী করে অবসরে গেলেন। অবসরের আগে তিনি জলঢাকা কলেজে ৮ বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তার সময়ে জলঢাকা কলেজ সরকারীকরণ , অনার্স কোর্স চালুসহ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এছাড়াও তিনি বিদায়কালীন সময়ে কলেজ ফাণ্ডে প্রায় ৪৪ লক্ষ টাকার তহবিল রেখে যান। ব্যাক্তিগত জীবনে তিনি একজন সফল মানুষ। তার সহধর্মিণীসহ তিনকন্যা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বড়মেয়ে ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, মেজমেয়ে এমবিবিএস পাশ করে চিকিৎসা সেবায় নিয়োজিত এবং ছোটমেয়ে ঢাকা সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রিয় স্যারের বিদায়বেলা সহকর্মী, শিক্ষার্থী সহ উপস্থিত সকলেই আবেগ আপ্লুত হয়ে ওঠে। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 905143714786061608

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item