সুন্দরগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয় করণসহ ৭ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সুরজিত সরকার রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহেদা খাতুন, জান্নাতুল ফেরদৌস, আনিসুর রহমান আগুন, আল- মামুনসহ আরো অনেকেই। ন্যাশনাল সার্ভিসে নিয়োগপ্রাপ্তদের এ দাবীর সঙ্গে একাত্বতা জানিয়ে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল- মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক বাবলু মিঞা প্রমূখ।
উল্লেখ্য, উপজেলায় ১ম থেকে ৫ম পর্যায় পর্যন্ত ৫ হাজার ৩৭জন কর্মী নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম বলেন, সরকারের এ মহৎ উদ্যোগকে কাজে লাগিয়ে নিয়োগ প্রাপ্তরা আত্মনির্ভর বা আত্ম কর্মসংস্থান সৃষ্টি করবে। এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষন দেয়া হচ্ছে। 

পুরোনো সংবাদ

গাইবান্ধা 5715409111183889765

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item