ডোমারে উপজেলা নির্বাচনে কমান্ডার নুরননবীর গণসংযোগে সাবেক এমপিসহ হাজারো মানুষের ঢল।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সর্বদলীয় নাগরিক মনোনিত চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবীর পক্ষে গণ সংযোগে সাবেক সংসদ সদস্যসহ হাজারো মানুষকে প্রচারনায় ব্যাস্ত সময় পার করতে দেখা যাচ্ছে।
২৩ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে বের হয়ে ডোমার বাজারের প্রতিটি দোকানে গিয়ে মোটর সাইকেল প্রতিক নিয়ে হ্যান্ডবিল বিতরনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। ডোমার বাজারসহ পৌর এলাকার বিভিন্ন পাড়া ও মহল্লায় গণসংযোগ করেন। এ সময় প্রার্থীর সাথে ছিলেন, ডোমার ডিমলার সাবেক সংসদ সদস্য ড. হামিদা বানু শোভা, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াছ হোসেন, ডেপুটি কমান্ডার শমশের আলী, ধিরাজ-মিজান স্মৃতি পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি সহিদুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, যুগ্ন আহবায়ক রকিবুজ্জামান রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিফ আহমেদ সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক শাহিন আলম, পৌর শাখা ছাত্রলীগের সভাপতি বিজয় রায়, উপজেলা তাঁতীলীগের সভাপতি শাহ্জাহান সরকার বুলু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শিক্ষাবিদ আবু সুফিয়ান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাাদক আখতারুজ্জামান সুমন, পৌর কাউন্সিলর শফিক বিন মোর্শেদ তরুন, মিজানুর রহমান তুলু, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এমদাদুল হক মানুম, যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাইদ, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক রিফাত হাসান সৌরভ, রাসেল ইসলামসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মাঠে লড়াই করছে, তাদের মধ্যে সর্বদলীয় নাগরিক মনোনিত মোটর সাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী এগিয়ে আছে বলে জানা গেছে। জেলা আ’লীগের সদস্য ও পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন জানান, দল মত নির্বিশেষে মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী হেবীওয়েট প্রার্থী হিসাবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী পৌর এলাকার চিকনমাটি ধনীপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র। তিনি অবঃপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ডিপ্লোমা কৃষিবিদ বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিসহ দীর্ঘদিন যাবত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়ীত্ব পালন করেন। তিনি  মাদক, সন্ত্রাস, জুয়া বন্ধসহ ডোমার কে উন্নত উপজেলা হিসাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পুরোনো সংবাদ

উপজেলা নির্বাচন 5743136201098536048

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item