বড়পুকুরিয়ায় কোম্পানী আইনে চার গুণ ক্ষতিপূরণের দাবী ক্ষতিগ্রস্থদের।

এম এ আলম বাবলু/মেহেদী হাছান
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের ঘরবাড়ি, রাস্তা মেরামত, ক্ষতিগ্রস্থদের চাকুরী ও কয়লা দূর্নীতির সাথে জড়িত কর্মকর্তাদের দ্রুত বিচারের দাবী জানিয়েছে ক্ষতিগ্রস্থ ২০ গ্রাম সমন্বয় কমিটি। ক্ষতিগ্রস্থ এলাকার চেয়ারম্যানের মিল চাতালে (পাতরাপাড়া) গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক সভায় এসব দাবী জানানো হয়। হামিদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ২০ গ্রাম সমন্বয় কমিটির সমন্বয়কারী মশিউর রহমান বুলবুল, মতিহার (পাতিগ্রাম), ফরহাদ আলী (কাজীপাড়া), বেনজির আহম্মেদসহ ক্ষতিগ্রস্থ প্রতিটি গ্রামের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, কয়লা চুরির সাথে জড়িতদের রক্ষা করার চেষ্টা চলছে। আমরা দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই সাথে নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় তারও দাবী জানাই। সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্থদের কোম্পানী আইনে চারগুণ ক্ষতিপূরণ দিতে হবে। তিনি কয়লা নিয়ে দূর্নীতি বন্ধের ও ক্ষতিগ্রস্ত পরিবার থেকে নিয়োগ দিতে এবং সিএসআর ফান্ডের টাকা দিয়ে এলাকাল উন্নয়নে লাগানোর জোর দাবী জানান। এসময় ক্ষতিগ্রস্থ এলাকার সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6429338281970970817

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item