ফুলবাড়ীতে স্বাস্থ্যসম্মত সেনেটারী ল্যাট্রিন নির্মান ও ব্যবহার নিশ্চিতকরনে কর্মশালা অনুষ্ঠিত

মেহেদী হাসান উজ্জল,ফুুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে স্বল্পমুল্যে স্বাস্থ্যসম্মত্ব সেনেটারী ল্যাট্রিন নির্মান ও ব্যাবহার নিশ্চিত করনে সমাজ সেবকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র এসডিসি সমষ্টি প্রকল্পের আয়োজনে ও কেয়ার বাংলাদেশ এসডিসি সমষ্টি প্রকল্প রংপুর এর সহোযোগীতায়, মঙ্গলবার বেলা ১২টায় ফুলবাড়ী রাঙ্গামাটি পিএস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শোহানুর রহমান, সেনেটারী ইনেসপেক্টর জগদিস মহন্ত, সমষ্টি প্রল্পের ফিল্ড ফেসিলিটেটর জোহরা খাতুন, ফিল্ড ফেসিলিটেটর গোলাম নবী মানিক প্রমুখ। পরে একই আয়োজনে রাঙ্গামাটি হাফিজিয়া মাদ্রাসা সভা কক্ষে স্থানীয় সেবাদান কারী (এলএসপি)দের নিয়ে  এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এসি আই এনিমেল হেল্থ এর দিনাজপুর এরিয়া ম্যানেজার আসাদ,ওরিয়েন্টেন ফিড এন্ড ফুডস্ লিঃ এর টেকনিকেল সেলস্ আফিসার রনি ইসলামসহ ১৫জন স্থানীয় সেবাদানকারী উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6969867574919369804

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item