‘সাকিব না থাকলে যা হয় আর কি’

ডেস্ক-নিউজিল্যান্ডে প্রথম দুটি ওয়ানডেতে প্রতিরোধহীন পরাজয়। অসহায় আত্মসমর্পণ করে দুই ম্যাচেই আট উইকেটে হার। এবার নিদেনপক্ষে একটি জয়ের আশা নিয়ে নিউজিল্যান্ড গেছেন মাশরাফি মুর্তজারা। এবারও মাশরাফিরা ব্যর্থ হলে তাতে হারানোর কিছু দেখছেন না বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ।


কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজ আমরা ইতিমধ্যে হেরে গেছি। আমাদের হারানোর কিছু নেই। এখন ভালো ক্রিকেট খেলতে পারলেই হল।’

তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচে টস হারাটা আমাদের জন্য দুর্ভাগ্যের। টস জিতলে আমরাও বোলিং নিতাম। মেঘলা আকাশ ও ম্যাচের আগে বৃষ্টি হওয়ায় শুরুতে পেসারদের জন্য সুবিধা ছিল। নিউজিল্যান্ডের কন্ডিশনে পরে ব্যাট করার সময় উইকেট ভালো হয়ে যায়। সকালবেলার উইকেটের সুবিধা কাজে লাগিয়েছে স্বাগতিকরা। আমাদের টপঅর্ডারও দুই ম্যাচে ভালো করেনি।’

খালেদ মাহমুদ বলেন, ‘টপঅর্ডার ব্যর্থ হতেই পারে। কিন্তু মিডলঅর্ডার যেভাবে লড়াই করেছে সেটা ইতিবাচক। সাকিব না থাকলে যা হয় আর কি, দলের ভারসাম্য রক্ষা করতে কঠিন হয়ে যায়। সাকিব ছাড়া আমাদের তার মানের অলরাউন্ডার নেই। কম ব্যাটসম্যান নিয়ে খেলা ঝুঁকিপূর্ণ। আমাদের একজন বোলারও কম ছিল।’

দীর্ঘদিন দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ বলেন, ‘নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ভালো খেলছে। আবার ওদের সব বোলারই প্রায় ১৪০-এ বল করছে। আমাদের এমন ফাস্ট বোলার নেই। রুবেলকে মিস করছি। তার পেসটা মিস করছি। আমাদের একজন জোরের বোলার থাকলে ভালো হতো।’

তিনি বলেন, ‘লেন্থ নিয়ে একটু কাজ করতে হবে। পেসারদের পারফরম্যান্স নিয়ে আমি একদম হতাশ নই। উপমহাদেশের যে কোনো দলের জন্যই ওদের কন্ডিশন সব সময় কঠিন।’

পুরোনো সংবাদ

খেলাধুলা 8808277711495665172

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item