কুমিল্লার কাছেও হেরে গেলো ঢাকা

 অনলাইন ডেস্ক



ঢাকা ডায়নামাইটস শিবিরে হতাশা! সঙ্গে বাদ পড়ার শঙ্কাটাও প্রবল হলো। পয়েন্ট টেবিলে একসময় ছড়ি ঘোরানো দলটাই কিনা এখন খাদের কিনারে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১ রানে হেরে হেরে গেলেন সাকিবরা। ফলে সুপার ফোরের চারদল নিশ্চিত হতে লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্তই অপেক্ষা করতে হচ্ছে।

মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ঢাকা। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। এরপর  সুনিল নারিন বল খরচ করলেও উইকেট সামলে রাখেন বেশি কিছুক্ষণ। ২৪ বলে ২২ রানে নারিন ফেরার পর নতুন করে চাপে পড়ে ঢাকা। এরপর দুই টি-২০ স্পেশালিষ্ট কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেল জুটি বাঁধেন। তবে নিজেদের নামের প্রতি এদিন সুবিচার করতে পারেননি এ দুই ক্যারিবিয়ান। শুরুতে বেশ চালিয়ে খেললেও ১৬ তম ওভারে আফ্রিদির ওভারে কোন রানই নিতে পারেননি। কঠিন হতে থাকা ম্যাচ আরো কঠিন হয়ে যায় পরের ওভারে মাত্র ১ রান দিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন কাইরন পোলার্ড এবং নুরুল হাসানকে তুলে নিলে। শেষ তিন ওভারে জয়ের জন্য ঢাকার দরকার ছিল ৩৭ রান। ১২ বলে ৩ রান নিয়ে ব্যাট করছিলেন আন্দ্রে রাসেল। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া রাসেল জ্বলে উঠলেন ১৮তম ওভারে। আফ্রিদির ওই ওভারে তুলে নেন ১৭ রান। দরকার ২০ রান, ১৯তম ওভারের দ্বিতীয় বলে রাসেলকে ক্যাচে পরিণত করে উল্ল্যাসে মাতে কুমিল্লা কিন্তু নো বলের খাড়ায় প্রাণ ফিরে পান রাসেল। তবে শুভাগত হোমকে ফিরিয়ে লড়াই জমিয়ে তোলেন রিয়াজ। শেষ ওভারে ১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে গিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনের কাছে হার মানতে হলো আন্দ্রে রাসেলকে। দলকে ১ রানের জয় এনে দিলেন দুর্দান্ত বোলিং করা সাইফুদ্দিন।

এরআগে ঢাকার সামনে সহজ লক্ষ্য দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ১২৭ রান তোলে তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুই এনে দিয়েছিলেন তামিম ইকবাল। তবে এভিন লুইস এবং এনামুল হক ব্যর্থ হওয়ার পর তামিম নিজেও ফিরে যান ৩৮ রানে। এরপরই ধসে পড়ে কুমিল্লার ব্যাটিং অর্ডার। এরপর আর কেউ সেভাবে বড় অবদান রাখতে পারেননি। নিজেদের নিয়ম রক্ষার ম্যাচে তাই অল্পতেই আটকে যায় কুমিল্লা।

পুরোনো সংবাদ

খেলাধুলা 1562880227768855697

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item