ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তের ভারতীয় ভূখন্ডে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার ভোর রাতে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

নিহত গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম রাজু (২১) রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বিজিরি অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, শুক্রবার ভোরে গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম রাজু সহ একদল গরু ব্যবসায়ী ধর্মগড় সীমান্তের ৩৭২/২ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এসময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ১৭১ ক্যাম্পের সদস্যরা তাদের দেখতে পেয়ে গুলি ছোড়ে। 

এতে ঘটনাস্থলেই বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম রাজু নিহত হয় এবং তার সাথে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় নিন্দা জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে সীমান্ত এলাকায় কোম্পানী কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

পুরোনো সংবাদ

নির্বাচিত 6308705388944255367

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item