সৈয়দপুরে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৪ জুয়াড়ির কারাদন্ড

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৪ জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া ওই দন্ডাদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন উত্তরা আবাসন এলাকার মৃত আহমেদ আলীর পুত্র রাজু (২২), গোলাহাট এলাকার ওমর আলীর পুত্র আজাদ (২২), আ. সাত্তারের পুত্র নাসিম (২৮) ও রেয়াসত আলীর পুত্র জাবেদ (২৫)। দন্ডাদেশপ্রাপ্তদের গতকাল মঙ্গলবার সকালে নীলফামারী জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শহরের কয়া গোলাহাট এলাকায় একটি মাঠে লুডু ও তাসের মাধ্যমে প্রকাশ্যে জুয়া খেলছিল ওই এলাকার একদল জুয়াড়ি। এ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় থানায় জানানো হয়। খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় জুয়াড়িদের ধরতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দিকবেদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে ৪ জুয়াড়িকে আটক করা হয়। পরে তাৎক্ষণিক বিচারের জন্য তাদের হাজির করা হয় ভ্রাম্যমাণ আদালতে। আটককৃতরা এস এম গোলাম কিবরিয়ার আদালতে জুয়া খেলার কথা স্বীকার করলে বিচারক ওই চারজনকে ১৫ দিন করে বিনাশ্রাম কারাদন্ড দেন। 
 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3379479202992530364

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item