রংপুরের পাগলাপীরে আদদ্বীন একাডেমীর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ  রংপুরের পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদ্দ্বীন একাডেমীর ২০১৯ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হলো । এ উপলক্ষ্যে  রবিবার দুপুর ২টায় অত্র প্রতিষ্ঠান ক্যাম্পাসে আয়োজন করা হয় এক মিলাদ দোয়া মাহফিল, আলোচনা সভা ও কবিতা আবৃত্তি, ছড়া, ইসলামি সংগীত পরিবেশন। এতে প্রধান অতিথি ছিলেন পাগলাপীর আদ্দ্বীন একাডেমীর অধ্যক্ষ মোঃ আব্দুল গণি, অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মঞ্জুম আলী শাহ্ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পরিচালক ও সাবেক অধ্যক্ষ মোঃ আঃ বাতেন, পরিচালক ও কো-অর্ডিনেটর আসাফউদ্দৌলা লিপ্টন, সহকারী শিক্ষক মোঃ রাহিনুর ইসলাম, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে আহসান হাবীব চয়ন (পরীক্ষার্থী), শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন দশম শ্রেণীর ছাত্র মোঃ নাইমুর রহমান, হামদ্ পরিবেশন করেন নবম শ্রেণীর ছাত্রী লিয়া, সাদিয়া, উম্মুল মারিয়া, নাতে রাসুল পরিবেশন করেন ৯ম শ্রেণীর ছাত্রী লিয়া ইসলামি সংগীত পরিবেশন করেন অস্টম শ্রেণীর ছাত্র মইনুল, ছড়া-গান পরিবেশন করেন সপ্তম শ্রেণীর ছাত্র শ্রী মুন মহন্ত, দেশাত্ববোধক গান পরিবেশন করেন ১০ম শ্রেণীর ছাত্র নাইমুর রহমান, পল্লীগীতি পরিবেশন করেন তৃতীয় শ্রেণীর ছাত্র শিম, কুরআন তিলাওয়াত করেন ৮ম শ্রেণীর ছাত্র মইনুল ইসলাম, দোয়া মুনাজাত পরিচালনা করেন পরিচালক মাওলানা মোঃ আব্দুল আউয়াল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অত্র প্রতিষ্ঠানের পরিচালক হারুন অর রশিদ ফুলবাবু, হাবিবুর রহমান, মুশফিকুর রহমান, মাওলানা আঃ ছাত্তার, মাওলানা মোকলেছার রহমান  ও খোরশেদ আলম খোকা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ১০ম শ্রেণীর ছাত্র মোঃ মাহমুদুল হাসান, জিন্নুর রহমান, ইংরেজীতে ১০ম শ্রেণীর ছাত্র আবু মুসা ও বাংলায় ৯ম শ্রেণীর ছাত্র মিরাজ। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়। জানা গেছে এ প্রতিষ্ঠান হতে ৬৮ জন ছাত্র-ছাত্রী ২০১৯ ইং সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবেন। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3971793400169115536

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item