পীরগঞ্জে সরকারি খাল অবৈধ দখলে উদ্ধারে প্রশাসনের ধীরযাত্রা

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি: পীরগঞ্জ উপজেলার সরকারি খাল অবৈধ দখলের অভিযোগে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন বিভিন্ন মহলে অভিযোগ দায়ের করেও প্রতিকার পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে কুমেদপুর ইউনিয়নের পলাশবাড়ী মৌজার জেএল নং-৭২, খতিয়ান নং-১, সাবেক দাগ নং-৭০০, হাল দাগ নং-৬৩১ ও ৬৫৯, জমির শ্রেণি: নালা, পরিমাণ ৫৩ শতক যা বড়দহ সোনামতি নদীর সাথে সম্পৃক্ত। উক্ত খালটি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ভরাট করে চাষাবাদ করার কারনে অভিযোগকারী জমির উপর দিয়ে বর্তমানে নালাটি প্রভাহিত হচ্ছে। ফলে পরিবারসমুহ অর্থনৈতিকভাবে অপূরনীয় ক্ষতির সম্মুখিন হচ্ছেন মর্মে স্থানীয় তহশীলদার, ইউপি চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, রংপুর রেভিনিউ ডেপুটি কালেক্টরের নিকট আবেদন করেছেন। সংশিষ্ট তহশীলদার গত ০৮ আগষ্ট প্রতিবেদনে পলাশবাড়ী মৌজার তালিমুদ্দিনের পুত্র আবু হাসান রংপুর কর্তৃক অভিযোগের প্রেক্ষিতে ৭০০ ও ৬৯৯ নং দাগে সিএস খতিয়ান নং-৭৭, দাগ নং-৭০০, শ্রেণি: খাল যার সাধারনের ব্যবহারযোগ্য প্রতিবেদন দাখিল করে। উক্ত গ্রামের আব্দুস সালাম, ওয়াদুদ সরকার ও মাহবুবার রহমান অবৈধ প্রভাব খাটিয়ে পূর্বে যে দাগে খালটি ছিল সে জমি ভোগদখল করছে। গ্রামবাসীর পক্ষে তালিমুদ্দিনের পুত্র আবু হাসান বিভিন্ন মহলে খালটি উদ্ধারের জন্য অভিযোগ দায়ের করলে রংপুর রেবিনিউ ডিপুটি কালেক্টর ১৫ কার্য দিবসের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জমি বুঝিয়ে দিয়ে অবহিত করার নির্দেশ প্রদান করলেও স্থানীয় উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহন করছেন না। প্রকৃত জমির মালিক ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জমি পাওয়ার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরোনো সংবাদ

রংপুর 3117141424705118888

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item