রংপুরের গঙ্গাচড়ায় “স্বপ্ন পূরণ” সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

“অতিরিক্ত পুলিশ সুপার সাইফের ব্যতিক্রমধর্মী উদ্যোগ”

সফিয়ার কাজল, গঙ্গাচড়া (রংপুর):
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুর রহমান সাইফের ব্যক্তিগত প্রচেষ্টায় ও “স্বপ্ন পূরণ” সংগঠনের উদ্যোগে প্রায় ২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণে তার অনুপস্থিতিতে উপস্থিত ছিলেন “স্বপ্ন পূরণ” সংগঠনের সমন্বয়কারী ও সাংবাদিক ডি এম আরমান হোসেন, অর্থী ফ্যাশন ও গার্মেন্টস হাউজ, সুজন প্লাজা গঙ্গাচড়ার পরিচালক মো. মমিনুর রহমান মমিন, পত্রিকা ব্যবসায়ী দুলু মিয়া, শ্যাডো সংগঠনের সদস্য মো. মেরাজুল ইসলাম বাবু, স্থানীয় সচেতন যুব সমাজের মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমিনুর রহমান মমিন। এ সময় ডি এম আরমান হোসেন বলেন, মানুষ মানুষের জন্য, পুলিশ জনগণের বন্ধু। মাত্র একজন মানুষের আন্তরিক প্রচেষ্টায় বদলে যেতে পারে অনেক অসহায়-অবহেলিত মানুষের জীবনযাত্রা, ঘুরে দাঁড়াতে পারে যুব ও তরুন সমাজ। এমন চেষ্টাই করে যাচ্ছেন তিনি, যিনি বদলে দেয়ার অসাধ্যকে সাধন করেছেন। তিনি পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেও অবসরে ভাবেন, দেশ, দেশের মানুষ ও সাধারণ মানুষের স্বপ্ন নিয়ে। তিনি চেয়েছেন সঠিক ব্যক্তিরাই যেন এসব শীতবস্ত্র পায়, আমরা মনে হয় সঠিক ব্যক্তির হাতেই এসব তুলে দিতে পেয়েছি। আমরা আগামীতে আরো বড় কিছু করার পরিকল্পনা গ্রহণ করেছি। আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণের পর গঙ্গাচড়ার সুজন প্লাজায় বেশ কিছু মানুষকে খুঁজে ডেকে এনে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। এসময় সবাই অতিরিক্ত পুলিশ সুপার সাইফের প্রশংসা করেন এবং তার সুন্দর আগামী কামনা করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5936247651014728069

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item