কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং

আশিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উদযাপন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে জেলা প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সুলতানা পারভীন। সিভিল সার্জন ডা: এস.এম আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারি সিভিল সার্জন ডা: রেজিনা বেগম, সদর হাসপাতালের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার শাজাহান, সাংবাদিক শাহাবুদ্দিন, সিনিয়র সহসভাপতি ডাঃ জি,এম ক্যাপ্টেন ও সহঃসভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আমানুর রহমান খোকন, প্রমুখ,। অনুষ্ঠানে জেলা সাংবাদিক ইউনিয়নের  নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবার ৯ উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ৩ লক্ষ ২৮ হাজার ৮৫৬জন শিশুকে ভিটামিন এ-প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি স্বাভাবিক শিশু ৩৫ হাজার ১৫২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ২ লক্ষ ৯২ হাজার ৯৪০ জন। এছাড়াও প্রতিবন্ধী ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ১৭৮ জন ও ১২ থেকে ৫৯ বয়সি শিশু ৫৮৬ জন। মোট ১ হাজার ৯৭৮টি কেন্দ্রে ৪৪৮ জন স্বাস্থ্যকর্মী, ২৩৮জন পরিবার-পরিকল্পনা কর্মী, ৩ হাজার ৭৫৬ জন স্বেচ্ছাসেবক এবং ২২৮ জন সুপারভাইজার কর্মযজ্ঞটি বাস্তবায়নে সহযোগিতা করবে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 8613185304978371960

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item