আছলাম সওদাগরকে মন্ত্রী হিসেবে দেখতে চায় কুড়িগ্রামবাসী

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের এমপি আছলাম হোসেন সওদাগরকে মন্ত্রী হিসেবে দেখতে চায় নাগেশ্বরী ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের জনসাধারণ। স্বাধীনতা পরবর্তী এ আসনে আওয়ামী লীগের কোনো এমপি কিংবা মন্ত্রী না থাকায় সংসদে কথা বলার কেউ সুযোগ না পাওয়ায় সকল প্রকার উন্নয়ন থেকে বঞ্চিত এসব অঞ্চলের জনসাধারণ। নদীবেষ্টিত এই অঞ্চলগুলোতে অনেক প্রতিভাবান ব্যাক্তি থাকলেও কারও ভাগ্যের পরিবর্তন হয়নি। বরাবই কুড়িগ্রাম জেলা থেকে গেছে দারিদ্রের শীর্ষে। এর কারণ হিসেবে ভৌগলিক ও রাজনৈতিক বৈষম্যকে দায়ী করছেন বিশ্লেষকরা। ফলে শিক্ষা, কর্মসংস্থান অর্থনৈতিকসহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে এসব অঞ্চলের খেটে খাওয়া মানুষ। সব দিক থেকে উন্নয়নের অপার সম্ভাবনা সত্বেও সরকারদলীয় কোনো এমপি-মন্ত্রী না থাকায় এসব অঞ্চলের দারিদ্রতার কারণ হিসেবেও উল্লেখ করেন অনেকে। সম্ভাবনাময় এই জেলায় উন্নয়নের অংশ হিসেবে সোনাহাট স্থল বন্দর একটি রাজস্ব আয়ের উৎস সমূহের মধ্যে অন্যতম। তাই এই অঞ্চলে একজন মন্ত্রী হলে এই আসনের দুই উপজেলাসহ জেলার অন্যান্য উপজেলাগুলোও হবে অনেক উন্নত। বাড়বে সরকারের আয়ের উৎস। তখনই মুছে যেতে পারে দরিদ্র নামক নামটি। স্তানীয়রা বলছেন স্বাধীনতা পরবর্তী এ আসনে আমরা কখনও আওয়ামী লীগের এমপি-মন্ত্রী দেখিনি। এবার বঙ্গবন্ধুর আদর্শের এমপি পেয়েছি। আমারা নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গকন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এমপি উপহার দিয়েছি। আমাদের দাবী এ আসনের নির্বাচিত প্রার্থী আছলাম ভাইকে মন্ত্রী করা হোকে। নাগেশ্বরী প্রেক্লাবের সভাপতি ওমর ফারুক বলেন, দুধকুমরের উপর সেতু নির্মাণ, নদী খনন, নদী শাসন, বাঁধ নির্মাণ, নন এমপিও স্কুল কলেজগুলোকে এমপিওভুক্ত করা, সড়ক পাকা করণ, ঘরে ঘরে বিদ্যুৎসহ সকল প্রকার উন্নয়নের জন্য আছলাম ভাইকে মন্ত্রী করা আমাদের জোর দাবি। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু বলেন, আমরা প্রধানন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আছলাম ভাইয়ের নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছি। আমাদের এ অঞ্চল অনেক পিছিয়ে তাই আমাদের আছলাম ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। প্রভাষক রফিকুল ইসলাম বলেন, এই অঞ্চলে গ্যাস সরবরাহ এবং শিল্প কারখানা না থাকায় বেকারত্ব ও দারিদ্র্য সমস্যা দিন দিন বেড়েই চলছে। এ সমস্যা দূরীভূত করতে গ্যাস সরবরাহসহ ইপিজেডের মত শিল্পাঞ্চলের প্রয়োজন। আর এ আশা পূরণ করতে হলে চাই সরকারদলীয় মন্ত্রী। নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান বলেন, আমরা সকলে সম্মিলিতভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী করেছি। একইভাবে আমাদের সমন্বিত দাবি আছলামের নামটা মন্ত্রীসভায় থাকবে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে ৮জন প্রার্থী ভোট যুদ্ধ করে আছলাম হোসেন সওদাগরের নৌকা মার্কা ১ লাখ ২২হাজার ১৪ ভোট পেয়ে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের প্রথম এমপি নির্বাচিত হন। তাঁর নিকটতম ঐক্যফ্রন্ট-বিএনপি মনোনিত প্রার্থী সাইফুর রহমান রানার ধানের শীষ পায় ১ লাখ ১৭ হাজার ৯শ ৩৫ ভোট।

পুরোনো সংবাদ

নির্বাচন 5030315479528338625

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item