হরিপুরে সরিষা ফুলের হলুদ চাদরে ঢাকা পড়েছে বিস্তৃত প্রকৃতি

জে.ইতি হরিপুর ঠাকুরগাও প্রতিনিধিঃ


ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলার প্রতিটি মাঠ জুড়ে এখন সরিষার হলুদ ফুলের চাঁদরে ঢেকে গেছে দিগন্ত বিস্তৃত প্রকৃতি। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর শুধুই সরিষা ক্ষেত, মধ্যখানে মৌমাছির নাচানাচি। মৌমাছির গুঞ্জনে মুখরিত হরিপুরের মাঠ।
প্রান্তর জুড়ে উঁকি দিচ্ছে শীতের শিশির ভেজা সরিষা ফুলের দোল খাওয়া গাছগুলো। সরিষার সবুজ গাছের হলুদ ফুল শীতের সোনাঝার রোদে ঝিকিমিকি করছে। এ এক অপরুপ সৌন্দর্য। যেন প্রকৃতি কন্যা সেজেছে “গায়ে হলুদ বরণ সাজে”। চারপাশের মাঠ জুড়ে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠ। উপজেলার প্রতিটি মাঠে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের চোখ ধাঁ-ধালো বণীল সমরাহ। মৌমাছির গুনগুন শব্দে ভরে যায় প্রাণ। শীতে গ্রাম বাংলায় সরিষা ক্ষেত যেন হলুদের মেলা

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 2255786425548608030

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item