সুন্দরগঞ্জে পাকা সড়ক বিনষ্ট করছে একশ্রেণীর বাহন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন পাকাসড়ক বিনষ্ট করছে অপরিকল্পিত বাহন।
জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে পাকাসড়কের পাশে ইটভাটা স্থপন, স্থাপনা নির্মাণসহ বিভিন্ন কাজে ব্যবহার্য্য পণ্যসমগ্রী, ইট, বালু, মাটি ইত্যাদি মালামাল আনা-নেয়া বা বহণ করতে পাওয়ার টিলারসহ মহেন্দ্র (কাঁকড়া), ট্রলী নামে পরিবহণের গাড়িতে লোহার চাকা ও অপরিকল্পিত চাকা ব্যবহারের মাধ্যমে পাকা রাস্তায় চলা ফেরার ফলে বিনষ্ট হচ্ছে। এতে স্বাভাবিক যানবাহণসহ পথচারীদেরকে প্রতিনিয়তই দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে। পাওয়ার টিলারে ব্যবহার লোহার তৈরি চাকা পাকা রাস্তা দিয়ে যাতায়তের ফলে রাস্তার কার্পেট বিনষ্ট হয়ে ক্ষত বা গর্তের সৃষ্টি হচ্ছে। এতে পাকা রাস্তাগুলো চলাচলের অযোগ্য হলেও প্রতিরোধে কোন পদক্ষেপ গৃহীত হচ্ছেনা বলে জানান সচেতন মহল। 

পুরোনো সংবাদ

গাইবান্ধা 3092119314791973883

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item