ডোমারে অভিনব কায়দায় মোটর সাইকেলে ছাগল চুরি, গ্রেফতার ২

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অভিনব কায়দায় মোটর সাইকেলে ছাগল চুরির ঘটনায় হাতেনাতে ২ যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
মামলা সুত্রে জানাযায়, ২৩জানুয়ারী বুধবার বিকালে দেবীগঞ্জ উপজেলার দোহলা খাগড়াবাড়ী এলাকায় মতিয়ার রহমানের ছেলে রইছুলের একটি কালো খাসি ছাগল বাড়ির পাশের মাঠে বাঁধা ছিল।২যুবক লাল রংগের পালসার ১৫০সিসি নাম্বার বিহীন একটি মোটর সাইকেলে ছাগলটি উঠিয়ে নিয়ে পালানোর সময় এলাকাবাসী তাদের ধাওয়া করে।  মিরজাগঞ্জ হাটে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ যাওয়ার পূর্বে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান  তোফায়েল আহমেদ এর  ছোট ভাই মনজুর আহমেদ ডন কৌশলে মোটর সাইকেলটি নিয়ে সটকে পড়ে। পুলিশ ঘটনা স্থল থেকে ছাগলসহ উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী কাকতলী গ্রামের ধনো রায়ের ছেলে চন্দন রায় (২৬), একই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ রাশেদ (২১) কে আটক করে। এ বিষয়ে ছাগলের মুল মালিক রইছুল ইসলাম বাদী হয়ে আটক ২ যুবকসহ সহযোগী হিসাবে এলাকার মৃত শওকত আলীর ছেলে ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান  তোফায়েল আহমেদ এর  ছোট ভাই মনজুর আহমেদ ডনকে আসামী করে ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোর্ড মামলা নং-১৪, তারিখ-২৩/০১/১৯ দায়ের করেন।এ ব্যাপারে অবলোকনের স্টাফ রিপোর্টার আবু ফাত্তাহ্ কামাল (পাখি) কে বোড়াগাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনজুর আহমেদ ডন মোবাইলে জানান,“আপনার সাথে ভালো সম্পর্ক আমার ,আমি যদি আপনার মোটর সাইকেল চাই আপনি দেবেন না ? দিলে আমি নিয়ে কোন অপরাধ করলে তার দায় আপনি নেবেন  ? মোটর সাইকেল দেওয়াটা আমার ভুল হয়েছে ।”, ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী বলেন, ছাগল চুরির সময় ব্যবহৃত মোট সাইকেলটি আমরা উদ্ধার করেছি। তবে এর আগেও তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, প্রমানের অভাবে তাদের ধরা সম্ভব হয়নি। মামলাটি এসআই গোলাম মোস্তফাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 7788423048166083158

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item