ডোমারে আদালতে মামলা করায় জমি দখল।

নিজস্ব প্রতিবেদক
নীলফামারী ডোমারে আদালতে মামলা করায় ফ্লিম কায়দায় জমি দখল করার অভিযোগ উঠেছে এক প্রভাব শালীর বিরুদ্ধে।
মামলা সুত্রে যানাযায়, ডোমার চিকমাটি এলাকার মৃত আলহাজ্ব তমিজ উদ্দিন সরকারে ছেলে তরিকুল ও নুর ইসলাম গং ডোমার বাজার জামে মসজিদ সংলগ্ন ৩শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। তারা দোকান পূর্ণনির্মান করার জন্য তা ভেঙ্গে ফেলে কিছুদিন ফেলে রাখায়, সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকর প্রভাবশালী, সাবেক প্যানেল মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি পৌর এলাকার ছোটরাউতা ৩নং ওয়ার্ডের মৃত কছিম উদ্দিন সরকারের ছেলে সহির উদ্দিন সরকার চেষ্টা চালায়। এ বিষয়ে প্রশাসনকে জানিয়ে কোন ফল না পাওয়ায় পরদিন ১৭ জানুয়ারী সকালে  মৃত আলহাজ্ব তমিজ উদ্দিনের ছেলে তালেবুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করে। এতে করে তারা ক্ষিপ্ত হয়ে ওই রাতের অন্ধকারে দলবল নিয়ে উক্ত জমিটি দখল করে দেয়াল নির্মাণ করে। ভুমি দশ্যু সহির উদ্দিনের কাছ থেকে জমিটি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মৃত আলহাজ্ব তমিজ উদ্দিন সরকারে পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 2230596578999836385

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item