চায়ের আড্ডায় চিকেন কাটলেট

লাইফস্টাইল ডেস্ক


বিকালের চায়ের সঙ্গে হালকা নাশতা খারাপ না। তাই চায়ের আড্ডায় খেতে পারেন চিকেন কাটলেট। খুব কম সময়ে ঘরেই তৈরি করতে পারেন চিকেন কাকলেট।


আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন চিকেন কাকলেট।

উপকরণ

মুরগির মাংসের কিমা আধা কেজি, সেদ্ধ আলু দুটি, গোলমরিচের গুঁড়ো এক চা চামচ, গরম মসলা এক চা চামচ, কাঁচামরিচ কুঁচি দুটি, আদা বাটা এক চা চামচ, ডিম একটি, ব্রেডকাম এক কাপ, তেল ভাজার জন্য এবং লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বাটিতে মুরগির মাংস ও সেদ্ধ আলু একসঙ্গে মিশিয়ে নিন। এবার এতে আদা বাটা, কাঁচামরিচ কুচি, গরম মসলা, গোলমরিচের গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি হাতে নিয়ে ছোট কয়েকটি কাটলেটের মতো তৈরি করে নিন। এরপর কাটলেটগুলো ডিমে ভিজিয়ে ব্রেডকাম লাগিয়ে নিন।

এখন ডুবো তেলে বাদামি করে কাটলেটগুলো ভেজে নিন। ১০ মিনিট পর প্লেটে তুলে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু চিকেন কাটলে

পুরোনো সংবাদ

লাইফস্টাইল 58346152038552070

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item