বিপিএল ফুটবল লীগ॥ নীলফামারীতে ৭টি ম্যাচ ঘিরে সংবাদ সম্মেলন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৭ জানুয়ারি॥ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) নীলফামারীর আন্তর্জান্তিক শেখ কামাল স্টেডিয়ামে ৭টি ম্যাচ ঘিরে প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি ঘিরে আজ বৃহস্পতিবার(১৭ জানুয়ারী) দুপুরে শেখ কামাল স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে  আয়োজকরা।
বসুন্ধরা কিংস ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ।
সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ জানান, ভেনুটিতে আগামী ২৩ জানুয়ারী থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) ৭টি খেলা। নীলফামারীর উদ্বোধনী খেলায় বসুন্ধারা কিংসের সাথে লড়বে ঢাকা আবাহনী লিমিটেড। পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে অন্যান্য খেলা।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, প্রতিটি খেলা শুরু হবে বিকাল তিনটায়। দর্শনার্থী টিকিট ছাড়া হবে আগামী ১৯ তারিখ। টিকিটের হার সাধারণ ৩০ টাকা, চেয়ার ১৫০টাকা এবং ভিআইপি ৫০০ টাকা। শেখ কামাল স্টেডিয়ামসহ শহরে টিকিট পাওয়া যাবে জেলা ক্রীড়া সংস্থার নির্ধারিত স্থানে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২০ হাজার।
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসাবে বেছে নিয়েছে বসুন্ধরা কিংস। বিপিএল পর্যায়ের প্রথম ভেন্যু হলেও গত বছরের ২৯ আগস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কার জাতীয় ফুটবল দলের প্রীতিম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাাতিক ভেন্যুর অভিষেক হয়েছিল সেটির। পরে সেখানে খেলেছে দেশী বিদেশী পর্যায়ের একাধিক ফুটবল দল। গত বছরের ২১ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস ও মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব-ও খেলেছে এই মাঠে। এমনকি আন্তর্জাতিক ফিফা খেলার তারকারাও খেলেছে।
বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ জানান বিপিএলের আয়োজন ঘিরে  সাতটি খেলার ফিকচার অনুযায়ী আমার ক্লাব বসুন্ধরা কিংস ২৩ জানুয়ারীর উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিঃ এর। এরপর ৩০ জানুয়ারী নোফেল স্পোটিং ক্লাব, ১৪ ফেব্রুয়ারী রহমতগঞ্জ এমএফএস, ২৪ ফেব্রুয়ারী আরামবাগ ক্রীড়া সংঘ, ৫ মার্চ শেখ রাসেল কেসি লিমিটেড, ১১ এপ্রিল সাইফ স্পোটিং ক্লাব এবং ১৮ এপ্রিল চিটাগাং আবাহনী লিমিটেড খেলবে বসুন্ধরা কিংসের সাথে।
জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন,‘দর্শক ঢলের মধ্য দিয়ে অতীতের সকল খেলা সার্থক হয়েছে। এবারো সেই সফলতা ধরে রাখতে চাই আমরা।’ এজন্য সকলের সহযোগিতা চান তিনি। #

পুরোনো সংবাদ

নীলফামারী 6299509857408237371

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item