ফ্রাইলিঙ্কের কাছে হার ঢাকার


অনলাইন ডেস্ক



জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। আগের দুই ওভারে খুব একটা ভালো খেলতে পারেননি চিটাগং ভাইকিংস ব্যাটসম্যানরা। তাই অনেকেই ধরেই নিয়েছিল ঢাকা ডায়নামাইটস জিতবে। কিন্তু কে জানত রবি ফ্রাইলিঙ্ক শেষ ওভারে ঝড় তুবলেন। তার এই ঝড়ে উড়ে যাবে সাকিব আল হাসানের দল। মুশফিকুর রহিমের চিটাগংয়ের কাছে তারা হেরেছে ৩ উইকেটে।
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক অনেকটা একাই জিতেয়েছেন চিটাগংকে। শেষ দিকে ১০ বলে অপরাজিত ২৫ রান তুলে দলকে জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন তিনিই। যাতে শেষ ওভারেই তুলেছেন ২১ রান। এ ছাড়া মোসাদ্দেক ৩৩ ও মুশফিকুর রহিম ২২ রান করেন।

 এর আগে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ঢাকা। নির্ধারিত ওভারে তারা করে ১৩৯ রান। চিটাগংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল তারা। অধিকাংশ ব্যাটসম্যানই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সর্বোচ্চ রান অধিনায়ক সাকিব আল হাসানের (৩৪)। আর দ্বিতীয় সর্বোচ্চ  শুভাগত হোমের (২৯)। আর নুরুল হাসান সোহান করেন ২৭ রান।
দক্ষিণ আফ্রিকার বোলার ক্যামেরন ডেলপোর্ট চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে ঢাকার ব্যাটসম্যানদের ভালোভাবেই চেপে ধরেন। এ ছাড়া রবি ফ্রাইলিঙ্ক ও আবু জায়েদ রাহি নেন দুটি করে উইকেট।
এর আগে প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে রাজশাহী কিংস। তারা ৩৮ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্সের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করে রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে ১৭৬ রান করে। বিশাল সংগ্রহের জবাবে কুমিল্লার ইনিংস গুটিয়ে যায় ১৩৮ রানে।
এই হারেও ঢাকা ডায়নামাইটস ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।  সামান পয়েন্ট নিয়েও তাদের পরেই রয়েছে চিটাগং ভাইকিংস।

পুরোনো সংবাদ

খেলাধুলা 2401698361458133075

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item