বাবা মায়ের মতই এমপি হিসাবে শপথ নিলেন আহসান আদেলুর রহমান আদেল

মো: শামীম হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী) সংবাদদাতা নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বাবা মা দুজনই এমপি ছিলেন। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়েছেন তাদেরই সন্তান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ভাগ্নে আদেলুর রহমান আদেল। বাংলাদেশে এরকম নজরবিহীন ঘটনা এর আগে কখনো চোখে পড়েনি।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ৩৭ হাজার ৩১০ ভোট পেয়ে বিজয় অর্জন করেন আদেলুর রহমান আদেল। এর আগে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে এমপি ছিলেন তার মরহুম বাবা ড. আসাদুর রহমান। অষ্টম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মহিলা সংরক্ষিত আসনে এমপি ছিলেন তার মা মেরিনা রহমান। বর্তমানে এ আসনে এমপি হয়েছেন তিনি নিজেই।

এ বিষয়ে তিনি বলেন, এটা আমার সৌভাগ্য যে আমি এই জায়গায় আসতে পেরেছি। আর এটার পিছনে মূল কারণ হচ্ছে আমি এবং আমার পরিবারের ওপর মানুষের ভালোবাসা। আমার বাবা-মায়ের অসামপ্ত কাজগুলো আমি যেন সমাপ্ত করতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। সবশেষে আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) শপথ গ্রহণ করেন তিনি। 

পুরোনো সংবাদ

নীলফামারী 2049746890272253113

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item