ঠাকুরগাঁওয়ে ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলা বেগুন বাড়ি এলাকায় প্রচারনায় গেলে গাড়ি বহরে হামলা চালিয়ে ভাংচুর করে।
ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা রিটানিং অফিসার ড. কামরুজ্জামান সেলিম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, নির্বাচন কমিশনারের নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান সহ সারাদেশে ৪ জন ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলা বেগুন বাড়ি এলাকায় প্রচারণায় গেলে গাড়ি বহরে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে ১০ জন নেতাকর্মী আহত হয়।

মির্জা ফখরুল অভিযোগ করে এক বিবৃতিতে বলেন, পুলিশ ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে ছিল কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এ সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য ইসিকে ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

পুরোনো সংবাদ

নির্বাচিত 3072462658283148844

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item