ঠাকুরগাঁওয়ে ২টি নৌকা ১টিতে ধানের শীষ জয়ী

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার ৩টি নির্বাচনী আসনে ২টিতে নৌকা মার্কার প্রার্থী ও ১ টিতে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন।

রবিবার রাতে বে-সরকারি ভাবে তিনটি আসনের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন রির্টানিং অফিসার কে এম কামরুজ্জামান সেলিম।

বিজয়ীরা হলেন: ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মার্কার প্রাথী রমেশ চন্দ্র সেন। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ৭ শ’ ৯৫টি। নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ১শত ০৭ ভোট।

আসনটিতে ৪ লাখ ২২ হাজার ১শ ২৪ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৮১৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ১০ হাজার ৩শ ০৭ জন।

ঠাকুরগাঁও-২ আসনে মোট ১০৪টি ভোট কেন্দ্রে নৌকার দবিরুল ইসলাম পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ৩শ ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মাওয়ালানা আব্দুল হাকিম ৪ হাজার ৩শ ২৮ ভোট পেয়েছেন।

আসনটিতে ২ লাখ ৭৩ হাজার ৪শ ১৪ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৯ হাজার ২১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩৪ হাজার ৩শ ৯৩ জন।

ঠাকুরগাঁও-৩ আসনে ১২১টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী জাহিদুল রহমান বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছে।

আসনটিতে ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমান ৮৭ হাজার ১শ ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক মোটর গাড়ী প্রতিকে ৮৪ হাজার ১শ ৯ ভোট পেয়েছেন এবং আ.লীগের মনোনীত প্রার্থী ইসাসিন আলী নৌকা প্রতিকে ৩৭ হাজার ৭শত ৯ ভোট পেয়েছেন।

ঠাকুরগাঁও-৩ আসনটিতে ৩ লাখ ১’শ ৭৪ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৫২ হাজার ১শ ৫৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৮ হাজার ১৮ জন।

পুরোনো সংবাদ

নির্বাচন 7230145181849992334

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item