সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও শিক্ষার্থী সমাবেশ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে আজ (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়। দিবসের এবারের প্রতিপাদ্য “আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে হই”।
শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে শিক্ষার্থী সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লায়ন মো. নজরুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  সিনিয়ন সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ ও সদস্য প্রধান শিক্ষিকা মির্জা জহুরা আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. একরামুল হক, সাংবাদিক সাকির হোসেন বাদল, সৈয়দপুর পৌরসভার তথ্য কর্মকর্তা এ কে এম আকমল সরকার রাজু প্রমূখ। গোটা শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠানটি উপস্থাপন করেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. সাজ্জাদ হোসেন।
পরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
এদিকে, বেলা ১০টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে সৈয়দপুর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও সততা সংঘের সদস্য এবং উপদেষ্টাসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 885299732771300279

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item