সৈয়দপুরে সাজু সংগীতাঙ্গনের গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 সৈয়দপুরে সাজু সংগীতাঙ্গনের উদ্যোগের গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মঙ্গলবার রাতে সংগীত সংগঠনের স্থানীয় শাখা প্রতিষ্ঠাবার্ষিকীতে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
স্থানীয় রেলওয়ে মর্তুজা মিলনায়তনে সংগঠনের জন্মদিনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর আলোচনা সভা ও গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান  মো. মোখছেদুল মোমিন।
 বিশেষ অতিথির  ছিলেন সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ লেখক হাফিজুর রহমান হাফিজ এবং নীলফামারী কারাগারের জেলার মো. শফিকুল আলম।
  শুরুতেই স্বাগত বক্তব্য বলেন সাজু সংগীতাঙ্গনের প্রতিষ্ঠাতা পরিচালক সাজু আহমেদ।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  সংগীত শিল্পী হোসনে আরা লিপি।
আলোচনা শেষে পাঁচ গুণীজনকে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান  মো. মোখছেদুল মোমিন।
এ সময় সম্মাননা পাওয়া গুণীজনরা তাদের অনুভূতি ব্যক্ত করে শুভেচ্ছা বক্তব্য বলেন। সম্মাননা প্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ যুদ্ধে অংশ নেওয়ায় কমান্ডার বীরমুক্তিযোদ্ধা একরামুল হক, সাংবাদিকতায় আলাপন সম্পাদক আমিনুল হক, সাহিত্যে বাংলাদেশ বেতারের গীতিকবি কাজী জাহিদ ও লেখক স্বপন আদনান (মরণোত্তর) এবং সংগীতে জান্নাতুল ইসলাম কবির।
সবশেষে দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গান ও নৃত্য পরিবেশন করে সাজু সংগীতানুষ্ঠানের ছাত্র ছাত্রীরা।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1026429074708024812

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item