সৈয়দপুরে মাদকসেবীর দুই মাসের কারাদন্ড


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবনের দায়ে মো. রাজা (২৮) নামে এক যুবককে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালত বিচারক  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া ওই দন্ডাদেশ দেন।
পুলিশ জানায়, ঘটনার দিন গোপন খবরেরভিত্তিতে সৈয়দপুর থানার সহকারি উপপরিদর্শক (এ এস আই) শাহিন আহমেদ সাহেবপাড়া থেকে মাদকসেবন অবস্থায় রাজাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতে সে মাদকসেবনের কথা স্বীকার করেন। পরে আদালতের বিচারক বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া তাকে দুই মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রাজা সৈয়দপুর শহরের সাহেবপাড়ার মৃত. মুন্না মিয়ার ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বিষয়টি ভ্রাম্যমান আদালতে মাদকসেবনের দায়ে রাজাকে সাজার বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3881213653024502057

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item