পঞ্চগড়ে ভোটের লড়াই ধানের শীষ ও নৌকায়

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় 

পঞ্চগড়ের ভোটের লড়াই প্রতীকে।পঞ্চগড়ের দুটি আসনে নবীন-প্রবীণের লড়াই হলেও মূল লড়াই হবে ধানের শীষ ও নৌকা প্রতীকে। দুই আসনেই সাবেক এমপিদের সঙ্গে লড়ছেন তরুণ এবং নবীন নেতারা।দুই আসনের অধিকাংশ প্রার্থীই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে মূল লড়াইটা হবে ধানের শীষ ও নৌকা প্রতীকের মধ্যে। ফলে জমে উঠেছে এ দুটি আসনের ভোটের আবহাওয়া। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে প্রার্র্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। নির্ঘুম গণসংযোগ করছেন প্রার্থী ও নেতাকর্মীরা। পঞ্চগড়-১ আসনে জাগপা থেকে হুক্কা প্রতীকে নিয়ে লড়ছেন শফিউল আলম প্রধানের পুত্র রাশেদ প্রধান। জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে সুমন রানা, ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা নিয়ে লড়ছেন মো. আব্দুল্লাহ এবং বিএনপির প্রাথী সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র নওশাদ জমির লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে। এরা কেউই আগে সংসদ নির্বাচনে অংশ নেয়নি।তাদের বিপরীতে লড়ছেন লাঙ্গল প্রতীকে জেলা  জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক। তিনি ২০১৪ সালের জাতীয় নির্বাচনে অংশ নেন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজাহারুল হক প্রধান ২০০৮ সালের নির্বাচনে নির্বাচিত হন। এই আসনে তিনি সবচেয়ে প্রবীণ প্রার্থী। পঞ্চগড়-২ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এর মধ্যে ৬ জনই নবীন। তারা এই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে এই আসনেও মূল লড়াই হবে নৌকা এবং ধানের শীষ প্রার্থীর মধ্যে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন। তিনি এর আগে ২০০৮ সালেও এমপি নির্বাচিত হন। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ,  জাগপা থেকে হুক্কা প্রতীক নিয়ে লড়ছেন শফিউল আলম প্রধানের কন্যা ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ফয়জুর রহমান মিঠু লড়ছেন আম প্রতীক নিয়ে, হাতপাখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কামরুল হাসান প্রধান, কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী কাস্তে মার্কা নিয়ে আশরাফুল আলম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লুৎফর রহমান রিপন এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এরা সবাই বয়সেও তরুণ। সাধারণ ভোটাররা নবীন-প্রবীণের এই লড়াইকে সহজভাবে নিচ্ছেন না। তারা বলছেন, প্রার্থীরা নবীন-প্রবীণ হলেও লড়াই হবে প্রতীকের। অনেকে বলছেন, প্রার্থীদের প্রতিশ্রুতির উপরও ভোটাররা ভোট দেবেন।স্থানীয় সাধারণ ভোটাররা বলেন, পঞ্চগড়ের ২টি আসনেই প্রার্থীদের মধ্যে লড়াই হলেও মূল লড়াইটা হবে প্রতীকের।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3073972326023600579

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item