পঞ্চগড় জেলায় এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করছে ৮৯৩৫জন ছিটমহল বাসি

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়  প্রতিনিধিঃ পঞ্চগড় দু’আসনে এবারই প্রথম  জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করছেন ছিটমহল বাসি। পঞ্চগড় জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাযায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দু’আসনে সর্বমোট অংশগ্রহন করবেন ৭ লক্ষ ২৩ হাজার ১৮জন ভোটার। ছিটমহল ব্যতিত দু’আসনে মোট ভোটার ৭লক্ষ ১৪হাজার ৮৩জন। তন্মধ্যে পঞ্চগড়-১ আসনে ৩লক্ষ ৭৯হাজার ২শত ৭জন, পঞ্চগড়-২ আসনে ৩লক্ষ ৩৪হাজার ৮শত ৭৬জন। অপরদিকে ছিটমহল বাসির পক্ষে অংশগ্রহন করবেন মোট ৮হাজার ৯শত ৩৫জন। তন্মধ্যে পঞ্চগড়-১ আসনে ১হাজার ২৫জন, পঞ্চগড়-২ আসনে ৭হাজার ৯শত ১০জন। অপরদিকে পঞ্চগড়-১ আসনে থাকছে ইউনিয়ন/ক্যান্টনমেন্ট বোর্ডের সংখ্যা ২৩টি, ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৫টি, ভোটকক্ষের সংখ্যা স্থায়ী ৬৫০টি অস্থায়ী ৮৬টি। পঞ্চগড়-২ আসনে থাকছে ইউনিয়ন/ক্যান্টনমেন্ট বোর্ডের সংখ্যা ২০টি, ভোটকেন্দ্রের সংখ্যা ১৩১টি, ভোটকক্ষের সংখ্যা স্থায়ী ৬০০টি অস্থায়ী ৫০টি। 
পঞ্চগড়-১ আসনে ছিটমহল বাসির মনোনিত চেয়ারম্যান মফিজার রহমান জানান, মাননীয় সরকার বাহাদুরের অসংখ্য অগনিত উন্নয়নে ছিটমহল বাসিগণ শান্তিমূখর পরিবেশে জীবন-যাপন করছেন। তিনি আরোও জানান, ছিটমহল এলাকাধীন রাজমহল পশ্চিমবাগান ও পূর্ববাগানের সমন্বয় ঘিরে দু’টি গুচ্ছগ্রাম নির্মাধীন কার্যক্রম চলছে। এরই মধ্যে নির্মাধীন কার্যক্রম শেষ হলেই ভূমি ও বসতবাড়িহীন ছিটমহল বাসি সুখের আসান ফিরে পাবে।
অন্যদিকে রাজমহল পূর্ববাগান গ্রামের মো: আনোয়ার আলী(৬৯) পিতা- মৃত শেখ জানান, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় শেখ হাসিনা আমাদের ছিটমহলে বিভক্ত করেছেন। আমরা বিভিন্ন উন্নয়নের কার্যক্রম পেয়েছি। আমাদের বিদ্যুৎ, স্কুল, কলেজ ও রাস্তাঘাট ছিলনা সে গুলো আামদের মাঝে উপহার দিয়েছেন। আমরা আগেও বঙ্গবন্ধুর ছিলাম এখনও তারই আছি। আমরা ছিটমহল বাসি আগামীতে তাকেই দেখতে চাই। আমরা অজ¯্র চেষ্টা করে যাচ্ছি আগামীতেও যেন আওয়ামীলীগ ক্ষমতায় আসে।
ঐ একই গ্রামের মো: কদম আলী, মো: কুদ্দুছ, মো: জহির রায়হান, রাজমহল পশ্চিমবাগানের মো: মমতাজ আলী ও রাজমহল ঝাকোয়া পাড়ার মো: মনির হোসেনসহ আরো অনেকে জানান, আমরা আগামী ৩০ ডিসেম্বরে একাদশ জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে দেখতে চাই। আমরা তারই জন্য জীবন দিতে রাজি। কেননা তারই উন্নয়নে ছিটমহল বাসি আলোর মুখ দেখেছে। দেদারছে চলতে-ফিরতে পারছের তারা।  

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8890200950221596128

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item