উন্নত জীবন ও বেকারত্ব ঘোচাতে সরকারের পরিবর্তন মোটেই কাম্য নয়-সংস্কৃতিমন্ত্রী নূর

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৬ ডিসেম্বর॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। তাই এই চলমান উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার(৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নীলফামারী শহরে প্রান্ত পল্লী ক্লাবের উদ্যোগে উদয়ন শিশু বিদ্যাপীঠে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এক সময় মালেশিয়ার ছাত্ররা আমাদের দেশে পড়তে আসতো। আর আজ তারা এতো উন্নত যে, সেই দেশে এখন আমাদের ছেলে মেয়েরা চাকুরি করতে যায়। কারণ তারা একাধিকবার সরকার পরিবর্তন করেন না। ওই দেশের সরকার প্রধান মাহাথির বিন মোহাম্মদ একটানা ২১ বছর ক্ষমতায় ছিলেন।
মন্ত্রী আরো বলেন, আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই সেখানেও একই অবস্থা তারা র্দীঘ সময় এক সরকারকে ক্ষমতায় রেখে দেশ পরিচালনার সুযোগ করে দেন। এজন্যই তাদের উন্নয়ন থেমে থাকে না। সরকারের পরিবর্তন হলেও চলমান উন্নয়ন থেমে যায় না। দেশে এখনো লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে মেয়ে বেকার রয়েছে। তাদের উন্নত জীবন ও বেকারত্ব ঘোচাতে সরকারের পরিবর্তন মোটেই কাম্য নয়।
নীলফামারীর উন্নয়নের কথায় তিনি বলেন, ২০০১ সালে একটি কারখানা দিয়ে উত্তরা ইপিজেড উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে বন্ধ করে দেওয়ার উপক্রম করেছিলেন সেটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরের উন্নয়নে সেখানে ২১টি কারনায় ৩২ হাজার নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন। ক্ষমতায় থাকলে আগামী দুই বছরের মধ্যে ৫০ হাজার শ্রমিক কাজ কাজ করবেন।
পল্লী প্রান্ত ক্লাবের সভাপতি এ্যাড. রমেন্দ্রনাথ বর্ধন বাপির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ক্লাবের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মো. জোনাব আলী, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, প্রবীন শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদ, ক্লাবের উপদেষ্টা সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু, তাসকিনা রহমান, কবি মনি খন্দকার প্রমুখ।
এদিকে মন্ত্রী সন্ধ্যা ৭টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়স্থ্য জেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে প্রবীন ও বর্তমান আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।  # 

পুরোনো সংবাদ

নীলফামারী 5299403680878811728

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item