নীলফামারীতে আ.লীগের নির্বাচনী অফিসে আগুন॥ ৫ জামায়াত শিবির নেতাকর্মী আটক

বিশেষ প্রতিনিধি ২৫ ডিসেম্বর॥ নীলফামারী জেলা সদরে রামনগর ইউনিয়নের এক নম্বর ওয়াডের ডাঙ্গাপাড়া মোটর বাজারে গতকাল সোমবার(২৪ ডিসেম্বর) গভীর রাতে নৌকা প্রতীকের প্রার্থী সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনার আওয়ামী লীগ জামায়াত শিবিরকে দায়ী করছে।
আজ মঙ্গলবার(২৫ ডিসেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই শিবির কর্মী ও দুই জামায়াত নেতাকে আটক করেছে। এরা হলো ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়াডের জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ(৫২), ইউনিয়ন জামায়াত নেতা অলিয়ার রহমান (৪৫), আব্দুল ওয়াদুল(২৮) শিবির কর্মী মামুনুর রশীদ(২০) ও মহম্মদ(১৯)।
রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান জানান, ইউনিয়নের এক নম্বর ওয়াডের ডাঙ্গাপাড়া মোটর বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে সোমবার গভীর রাতে আগুন লাগালে টিনের ঘরটি সহ অফিসের ভেতরে থাকা বঙ্গবন্ধু, শেখ হাসিনার ছবি, নৌকা প্রার্থীর পোষ্টার, চেয়ার টেবিল, ক্ষয়ক্ষতি হয়। তিনি বলেন নীলফামারী ২ সদর আসনে জনপ্রিয় নৌকার প্রার্থী সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। তার জনপ্রিয়তা ভোটারদের কাছে ব্যাপক। এটি ঠেকাতে না পেরে ঐক্যফ্রন্ট্রের ধানের শীষের প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির মনিরুজ্জামান মন্টুর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় এলাকার ভোটার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করে।
এ ব্যাপারে আওয়ামী লীগের জেলা সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, সন্ত্রাসী রাজত্ব কায়েম করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে জামায়াত-বিএনপির লোকজন এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
নীলফামারী থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত পরিদর্শন করি ও জামায়াত শিবিরের তিনজনকে আটক করা হয়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 3083140959420025762

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item