জলঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন পালিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় নানা আয়োজনের মধ্যদিয়ে খ্রীষ্ঠান ধর্মালম্বীদের বড়দিন পালন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে পৌরসভার চেরেঙ্গা বটতলি এলাকায় গ্রেস এন্ড ট্রুথ চার্চের আয়োজনে  এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরন করা হয়। এর আগে কেক কাটার মধ্যদিয়ে শুভ বড়দিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা। চার্চের চেয়ারম্যান মাইকেল মোশারফ এর সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্য বলেন ধর্ম যার যার রাস্ট্র সবার। সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আইন সৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় নিয়োজিত আছি এবং থাকবো, ভয়ের কোনও কারণ নেই। তিনি ৩০ ডিসেম্বর সকলকে সুসৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উৎসাহিত করেন। এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর রঞ্জিত কুমার রায়, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবব হোসেন মিন্টু, মহিলা আ.লীগ নেত্রী আফরোজা রোজী, শ্রমিক নেতা শাহিনুর রহমান, মুক্তিযোদ্ধা শ্রীবাস চন্দ্র রায় ও ভক্ত মিশনের সভাপতি অতুল চন্দ্র রায় প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে নিউ লাইভ চার্চের উদ্যোগে দিনটি পালন করেছে পাস্টর নরেন্দ্র নাথ রায়। এর আগে শুক্রবার পৌরসভার আমিরুল বাড়ী গ্রামে প্রাক বড়দিন পালন করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 1331646050982917427

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item