গাইবান্ধা-১আসনে ২০ দলীয় প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

নুরুল আলম ডাকুয়া , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ২০ দলীয় ঐক্যফ্রন্ট প্রার্থী মাজেদুর রহমান সরকার (ধানের শীষ) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
রবিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামে প্রার্থী মাজেদুর রহমানের বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হয়। এসময় ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী মাজেদুর রহমান সরকার উপস্থিত না থাকায় তার নির্বাচন পরিচালক ও উপজেলা জামায়াতের আমির আলহাজ¦ ইউনুছ আলীর নির্দেশে উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু ঘোষণাপত্র পাঠ করেন। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ না থাকা তাদের কর্মীদের উপর হামলা ও গুলি চালানোর ফলে ২ শতাধিক নেতাকর্মী আহত ছাড়াও শান্তিরাম ইউনিয়নের পরাণ বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাজেদুল ইসলাম ও শাহীন মিয়া নামে ২ কর্মী গুলি বিদ্ধ হবার অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ ৬৭ নম্বর ভোট কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে জানান তিনি। 

পুরোনো সংবাদ

নির্বাচন 5000083889735282437

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item