এখন পর্যন্ত প্রকাশিত আসনগুলোর ফলাফল (চলমান)

 
অনলাইন ডেস্ক



দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে সারা দেশে আজ রবিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এখনও পর্যন্ত প্রকাশিত আসনগুলোর ফলাফলে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ।
কয়েকটি কেন্দ্রের ফলাফল:

 ভোলা-২ : নৌকা: ১০০,৪০৯, ধানের শীষ: ২৯৮২
চট্টগ্রাম-৬: এবিএম ফজলে করিম চৌধুরী বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,৩১,৪৪২), নিকটতম: জসিমউদ্দীন সিকদার (ধানের শীষ ২৩০৭)
কুষ্টিয়া-৪: সেলিম আলতাফ জর্জ বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,৭৮,৮৬৪), নিকটতম: সৈয়দ মেহেদী আহমেদ রুমী (ধানের শীষ ১২,৩১৯)
নীলফামারী-২: আসাদুজ্জামান নূর বেসরকারিভাবে জয়ী (নৌকা ১,৭৭,৬৫৭), নিকটতম: মো: মনিরুজ্জামান মন্টু (ধানের শীষ ৭৯৪৮৪)
লালমনিরহাট-২: নুরুজ্জামান আহমেদ বেসরকারিভাবে বিজয়ী (নৌকা ৯৯,৬৪৭ ভোট), নিকটতম: রোকনউদ্দীন বাবুল (ধানের শীষ ৭৩,৫৫৩)
কুষ্টিয়া-১: সরওয়ার জাহান বাদশা বেসরকারিভাবে বিজয়ী (নৌকা ২,৭৬,৯৭৮ ভোট), নিকটতম: রেজা আহমেদ (ধানের শীষ ৩,৪২০)
নড়াইল-২: বিপুল ভোটে এগিয়ে মাশরাফী
চট্টগ্রাম-১: ইঞ্জি. মোশাররফ হোসেন (নৌকা) ৫৩,০০৭ ভোট, নিকটতম: নূরুল আমিন (ধানের শীষ) ৫৫১ ভোট
গোপালগঞ্জ-২: শেখ ফজলুল করিম সেলিম (নৌকা) ৪০,৪৮৫ ভোট, নিকটতম: সিরাজুল ইসলাম (ধানের শীষ) ৩৮ ভোট
কুমিল্লা-১০: আ. হ. ম. মুস্তফা কামাল (নৌকা) ১,০৯,০৫৪ ভোট, নিকটতম: মনিরুল হক চৌধুরী (ধানের শীষ) ২,৬০৩ ভোট
সিরাজগঞ্জ-২: হাবিবে মিল্লাত (নৌকা) ৯,৫৩৯ ভোট, নিকটতম: রোমানা মাহমুদ (ধানের শীষ) ২২৪ ভোট
ভোলা-৩: নুরুন্নবী চৌধুরী শাওন (নৌকা) ৪০,৮২৮ ভোট, নিকটতম: হাফিজউদ্দিন (ধানের শীষ) ৪০১ ভোট
গোপালগঞ্জ-১: ফারুক খান (নৌকা) ৬৯,৬৭০ ভোট, নিকটতম: জাহাঙ্গীর হোসেন (ধানের শীষ) ৭ ভোট
চট্টগ্রাম-১২: সামশুল হক চৌধুরী (নৌকা) ২১,৭৫৬ ভোট, নিকটতম: মো. এনামুল হক (ধানের শীষ) ৬,৪৬০ ভোট
মেহেরপুর-১: অধ্যাপক ফরহাদ হোসেন (নৌকা) ১৯,৭৪৬ ভোট, নিকটতম: মাসুদ অরুণ (ধানের শীষ) ১,০৪০ ভোট
মানিকগঞ্জ-১: নাইমুর রহমান দুর্জয় (নৌকা) ৪৯৫৪, নিকটতম: খন্দকার আব্দুল হামিদ ডাবলু (ধানের শীষ) ২৫৬০
নাটোর-২: শফিকুল ইসলাম শিমুল (নৌকা) ১৩,২৫৯ ভোট, নিকটতম: সাবিনা ইয়াসমীন সুমি (ধানের শীষ) ৪৭৩ ভোট
কিশোরগঞ্জ-১: সৈয়দ আশরাফুল ইসলাম (নৌকা) ১,১৮,২০৩ ভোট, নিকটতম: রেজাউল করিম খান চুন্নু (ধানের শীষ) ৩১৬৮ ভোট
কিশোরগঞ্জ-৪: রেজওয়ান আহমেদ (নৌকা) ৬৪,৬৫৩ ভোট, নিকটতম: এড. ফজলুর রহমান (ধানের শীষ) ৫৫৮ ভোট
গোপালগঞ্জ-৩: শেখ হাসিনা (নৌকা) ৯,৮৭৫ ভোট
নারায়ণগঞ্জ-৫: একেএম সেলিম ওসমান (লাঙ্গল ২,১৩১ ভোট), নিকটতম: এসএম আকরাম (ধানের শীষ ২৮১ ভোট)
কুমিল্লা-১১ (২ কেন্দ্র): মুজিবুল হক (নৌকা) ৬,১১৮ ভোট, নিকটতম: সৈয়দ ড. আব্দুল্লাহ মো. তাহের (ধানের শীষ) ১০ ভোট
কুষ্টিয়া-১ (২ কেন্দ্র): সরওয়ার জাহান (নৌকা) ৩৩৩৯ ভোট, নিকটতম: রেজা আহমেদ (ধানের শীষ) ৩৮ ভোট
কুষ্টিয়া-৩ (৩ কেন্দ্র): মাহবুব উল আলম হানিফ (নৌকা) ৯৯৩৭ ভোট, নিকটতম: জাকির হোসেন সরকার (ধানের শীষ) ৯০ ভোট
ভোলা-৪: আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (নৌকা) ১৭,৪৭৬ ভোট পেয়ে এগিয়ে, নাজীমুদ্দিন আলম (ধানের শীষ) ২৮১
গাজীপুর-৩ (২ কেন্দ্র): ইকবাল হোসেন সবুজ (নৌকা) ৫৯৫০ ভোট পেয়ে এগিয়ে, ইকবাল সিদ্দিকী (ধানের শীষ) ১২৬

পুরোনো সংবাদ

প্রধান খবর 460845534828887807

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item