নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনে ৭ জন প্রার্থীর ভোট যুদ্ধ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনে শুরু হলো ৭জন প্রার্থীর ভোট যুদ্ধ। কোন দল থেকে, কে হতে পারে এই আসনের সংসদ সদস্য?। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের দেখা দিয়েছে। 
পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে গোটা এলাকা, নানামূখী ছন্দ দিয়ে চলছে মাইকিং। নিজস্ব দলীয় প্রতিক নিয়ে  বাজারে ঘাটে মিছিল ও মিটিং চলছে হরদম। আর্শীবাদ ও ভোট পেতে তারা ইতিমধ্যে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে প্রার্থীসহ নেতা কর্মীদের। মূল ২ রাজনৈতিক দলের মধ্যে বিএনপির ধানের শিষ প্রতিক নিয়ে মাঠে নেছে সাবেক প্রধান মন্ত্রি বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী। আ’লীগের নৌকা নিয়ে বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। লাঙ্গল প্রতিকে সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান গাভী প্রতিক নিয়ে জেবেল রহমান গাণি। খেজুরগাছ প্রতিক নিয়ে জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহা সচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদের এর পক্ষে হাতপাখা প্রতিক নিয়ে আলহাজ্ব মুঃ সাইফুল ইসলাম। বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী মই প্রতিক নিয়ে বাসদ নেতা ইউনুছ আলী লড়াই করছে। অনেক ভোটারের সাথে আলাপ করে যানাযায়, বড় ২দলের মধ্যে জাপসহ ত্রি-মূখী লড়াই হতে পারে বলে অনেকে ধারনা করেন। স্থানীয়রা বলেন, ডোমার ডিমলা বাসীর প্রানের দাবী চিলাহাটী স্থলবন্দর, চিকিৎসা সেবা, যোগাযোগ, শিক্ষা ও বেকার সমস্যা সমাধানে যে প্রার্থী বেশী গ্রহনযোগ্য মনে হবে আমরা তাকেই নির্বাচিত করবো, এখন অপেক্ষার পালা বাকী কয়েকদিনে যে যার অবস্থানে থেকে নিজের অবস্থান তৈরী করতে পারবে সেই হবে ডোমার ডিমলার এমপি। ।

পুরোনো সংবাদ

নীলফামারী 2995598272110647018

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item