ডোমারে পুলিশ কে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ,জামায়াতের চারজন আটক

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-
নীলফামারীর ডোমারে পুলিশ কে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতের চারজন কর্মীকে আটক করা হয়। এ সময় তিনজন পুলিশ সদস্য আহত হয়। থানায় এ ঘটনায় রবিবার মামলা হয়েছে।
 উপজেলার ডোমার সদর ইউনিয়নের ডোমার-দেবীগঞ্জ সড়কের পেট্রলপাম্প সংলগ্ন মনজুপাড়ায় ঘটনাটি ঘটে। আটকরা হলো, উপজেলার পশ্চিম চিকনমাটি খমির উদ্দিন পাড়ার মোস্তাকিনের ছেলে জাহাঙ্গীর আলম(২৪), একই এলাকার আব্দুল খালেকের ছেলে আবু বক্কর সিদ্দিক(২৫),বড় রাউতা সাহার উদ্দিন পাড়ার আজগর আলীর ছেলে মজিবর মুন্সি(৫০) ও সামসুদ্দিনের ছেলে ইউসুফ আলী(৫০)।
আহত পুলিশ সদস্যরা হলো,এ,এস,আই ফারুক,কনষ্টেবল রেজাউল ও শরিফুল।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান, শনিবার গভীর রাতে এসআই খাদেমুলের নেতৃত্বে একদল পুলিশ টহল দেওয়ার সময় ডোমার সদর ইউনিয়নের মনজুপাড়ায় আটককৃতরা পুলিশকে লক্ষ করে ই্ট পাটকেল ছুড়তে থাকে। তাদের ইটের আঘাতে তিনজন পুলিশ সদস্য আহত হয়। এদের মধ্যে একজন এ,এস,আই ফারুক। এ ঘটনায় রবিবার এস,আই খাদেমুল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ,যার নম্বর -৩  (তারিখঃ ১৬/১২/১৮ইং)বলেও তিনি জানিয়েছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2468143085957336888

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item